প্রতিবেদন : বিহারের পুলিশ (Bihar Police) তাণ্ডব চালাল পশ্চিমবঙ্গে ঢুকে। চালানো হল ভাঙচুর, লুঠপাট। গুঁড়িয়ে দেওয়া হয়েছে ২০টি বাড়ি। চলেছে বুলডোজার নিয়ে ধ্বংসলীলা। মালদহের (Maldah) হরিশচন্দ্রপুরের ঘটনা। এখানেও বিজেপি শাসিত বিহারের জোট সরকারের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ উঠেছে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তার ধার বরাবর জমিতে ঘর বানিয়ে প্রায় ৭০ বছর ধরে এই পরিবারগুলি বসবাস করছিল। তাদের সরাতে এই পরিকল্পনা বলে জানা গিয়েছে। গোটা ঘটনাটি নিয়ে স্থানীয় কুমেদপুর ফাঁড়ি এবং হরিশচন্দ্রপুর থানায় অভিযান জানানো হয়েছে। বিহার পুলিশের (Bihar Police) হাতে মার খাওয়া আকালু দাস জানান, আমরা খেয়েদেয়ে ঘুমিয়ে ছিলাম। এর মধ্যেই একদল সশস্ত্র পুলিশ আমাদের উপর হামলা চালায়। এরা বিহারের বিভিন্ন থানায় কর্মরত। আমাদের সমস্ত ঘরবাড়ি গুঁড়িয়ে দেয়। ব্যাপক মারধর করে। রেহাই পায়নি মহিলা-শিশুরাও।
আরও পড়ুন: বীরু কি আইসিসি-র থেকে বেশি জানে, পাল্টা তোপ শোয়েবের
বাংলার পুলিশকে না জানিয়েই এই কাজ করা হয়েছে বলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিশচন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সহরাবহরা মৌজা সাদলিচক গ্রাম-পঞ্চায়েতের অন্তর্গত রাজ্য সড়কের ধারে প্রায় ২০টি পরিবার ৭০ বছর ধরে বাস করছে। এদের নিজস্ব কোনও জমি নেই। তাই বাধ্য হয়ে সরকারি জমিতে রাস্তার ধারে কুঁড়েঘর বানিয়ে বাস করছে পরিবারগুলি। এই নিয়ে ঝামেলা যদিও বহুদিন ধরেই। ওই পরিবারগুলির অভিযোগ, গতকাল রাতে একদল লোক পুলিশের পোশাক পরে এসেছিল। সবাই হিন্দিতে কথা বলছিল। এর মধ্যে অনেকেরই হাতে বন্দুক ছিল।