গাভাসকর বললেন, ধোনির সিদ্ধান্ত দারুণ

Must read

মুম্বই: মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) জানিয়েছেন তিনি ২০২৩-এও খেলবেন। পরেরবার হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে তিনি চেন্নাই তো বটেই, দেশজুড়ে সব শহরে ফ্যানদের কাছে বিদায় নিতে পারবেন।

ধোনির এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন সুনীল গাভাসকর। তিনি বলেছেন, ‘‘দারুণ সিদ্ধান্ত নিয়েছে ধোনি (MS Dhoni)। ও তো শুধু চেন্নাইয়ের নয়, ভারতেরও অধিনায়ক ছিল। তাই এটাই ঠিক সিদ্ধান্ত।” ধোনি বলেছেন, চেন্নাইয়ে না খেলে বিদায় জানানো ঠিক হবে না। তিনি জানান, মুম্বই এমন একটা জায়গা যেখানে অনেক ভালবাসা পেয়েছেন। কিন্তু চেন্নাইয়ে না খেলে বিদায় নেওয়ার কথা তিনি ভাবতে পারেন না। পরেরবার দেশজুড়ে খেলা হলে সর্বত্র তিনি খেলার সুযোগ পাবেন। ধোনি অবশ্য এরপর মনে করিয়ে দিয়েছেন, পরেরবারই শেষ এটা তিনি নিশ্চিত করে বলছেন না। কেউ এটা বলতে পারে না। ব্যাপারটা তখনকার পরিস্থিতির উপর নির্ভর করবে।

আরও পড়ুন: বীরু কি আইসিসি-র থেকে বেশি জানে, পাল্টা তোপ শোয়েবের

গাভাসকর বলেছেন, ‘‘দারুণ সিদ্ধান্ত। ও সব জায়গায় থ্যাংক ইউ বলে আসতে চায়। অনেক সময় ফ্র্যাঞ্চাইজি অন্য ভেনুকেও হোম গ্রাউন্ড করে নেয়। কে বলতে পরে সেক্ষেত্রে রাঁচি সেটা হবে না। তা হলে ধোনি দেশের সব জায়গায় থ্যাংক ইউ বলার সুযোগ পাবে।” প্রসঙ্গত, ধোনির নিজের শহর রাঁচি আগেও সিএসকের হোম হয়েছে।

Latest article