প্রতিবেদন : রাজ্য বিধানসভার (Bidhansabha) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শাসক বিরোধী সবপক্ষের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে সুচারুভাবে অধিবেশন পরিচালনার উপর জোর দিয়েছেন। সংসদের সদ্যসমাপ্ত অধিবেশনে যেভাবে বারবার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে, বিরোধী সদস্যদের নিলম্বিত করা হয়েছে এবং বিরোধীশূন্য সভায় একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে তার তিনি তীব্র সমালোচনা করেছেন। অধ্যক্ষ বলেন, সরকার পক্ষের বিধায়ক ও বিরোধী পক্ষ, সবার জন্য বিধানসভা।
আরও পড়ুন-লিস্টনদের ছাড়াই আজ মোহনবাগানের পরীক্ষা
বিধানসভা সঠিকভাবে চলতে গেলে সবার সহযোগিতা দরকার। আমি প্রত্যাশা করি লোকসভার মতো শুধু মুলতুবি করে বিধানসভা শেষ হবে এটা যেন না হয়। সুস্থ আলোচনা হবে, উচ্চমানের আলোচনা হবে, এটা আমাদের বিধানসভার পরম্পরা।
আরও পড়ুন-ঈশ্বরের জননী
এদিকে লোকসভার মতো নিরাপত্তা লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি যাতে এ-রাজ্যের বিধানসভায় কোনওভাবেই না ঘটে সেদিকে কড়া নজর রাখতে হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। বিধানসভা ভবনে আজ বার্ষিক পুষ্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ এই মর্মে সকলের কাছে আবেদন জানিয়েছেন। তিনি বলেন, লোকসভায় ওই ঘটনা ঘটার পরে বিধানসভার নিরাপত্তা আরও জোরদার করতে হয়েছে।
বিধানসভার সচিবালয় এবং ক্যালকাটা ফ্লাওয়ার গ্রোয়ার্স অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত ওই পুষ্প প্রদর্শনী আজ থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সাধারণ দর্শনার্থীরাও এই ক’দিন দুপুর বারোটা থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী দেখতে পারবেন।