লিস্টনদের ছাড়াই আজ মোহনবাগানের পরীক্ষা

তার উপর সাহাল আব্দুল সামাদ এবং গ্লেন মার্টিন্সের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। যদিও ম্যাচের আগের দিন মোহনবাগান অনুশীলনে বেশ চনমনে দেখিয়েছে সাহালকে

Must read

প্রতিবেদন : লাল-কার্ডের ধাক্কায় বেসামাল মোহনবাগান। এমন একটা পরিস্থিতিতে মুম্বই ম্যাচের ৭২ ঘণ্টার মধ্যে আইএসএলে আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। বুধবারের পর শনিবার ফের ম্যাচ। এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলতে হবে এই মুহূর্তে লিগ টেবলের শীর্ষে থাকা এফসি গোয়ার বিরুদ্ধে। মোহনবাগান কোচের পুরনো দল এবার দারুণ ছন্দে রয়েছে। মুম্বই ম্যাচে লাল কার্ড দেখায় গুরুত্বপূর্ণ তিন ফুটবলার লিস্টন কোলাসো, আশিস রাই, হেক্টর ইয়ুস্তেকে ছাড়াই জয়ে ফেরার লড়াইয়ে নামতে হবে জুয়ানের দলকে। তার উপর সাহাল আব্দুল সামাদ এবং গ্লেন মার্টিন্সের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা। যদিও ম্যাচের আগের দিন মোহনবাগান অনুশীলনে বেশ চনমনে দেখিয়েছে সাহালকে। সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ ম্যাচের আগের দিন জানিয়ে দিলেন, লিস্টন-আশিসদের পরিবর্ত হিসেবে যাঁরা খেলবেন তাঁরাও তৈরি।

আরও পড়ুন-ঈশ্বরের জননী

লিস্টন, আশিস, ইয়ুস্তের জায়গায় খেলতে পারেন হামতে, রবি রানা, সুমিত রাঠিরা। কোচ জুয়ান বললেন, ‘‘রবি, সুমিতরা মালদ্বীপে গিয়ে মাজিয়ার বিরুদ্ধে খেলে এসেছে। ওরাও অভিজ্ঞতা সঞ্চয় করছে। রবিরা মাঠে নেমে হতাশ করবে বলেই মনে করি। দলের প্রতিটি সদস্যের উপরই আমার আস্থা রয়েছে।’’ জুয়ানের পুরনো দল অনেক বদলেছে। মোহনবাগান কোচ বললেন, ‘‘এই মরশুমে গোয়া অনেক ভাল ফুটবলার সই করিয়েছে। ভাল খেলছেও। ম্যাচটা খুব কঠিন হবে। তবে আমরা নিজেদের ক্ষমতার উপর ভরসা রাখছি। ঘরের মাঠে তিন পয়েন্টই লক্ষ্য।’’ কোচের পাশে বসে কিয়ান নাসিরিও জানিয়ে দিলেন, মুম্বই ম্যাচের দুঃস্বপ্ন মাথায় রাখছে না দল। রেফারিং নিয়ে না ভেবে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই জয় তুলে নিতে চান তাঁরা। গোয়াকে হারালেই ফের লিগ টেবলে শীর্ষে উঠবে মোহনবাগান। সেদিকেই ফোকাস গোটা দলের।

Latest article