বাঁধাই কর্মী

নতুন এবং পুরোনো বই বাঁধাই করেন গোপেশ্বর চক্রবর্তী। বইপাড়ায়, বইমেলায়। জন্ম পূর্ববঙ্গে। একটা সময় সপরিবারে চলে আসেন এপারে।

Must read

নতুন এবং পুরোনো বই বাঁধাই করেন গোপেশ্বর চক্রবর্তী। বইপাড়ায়, বইমেলায়। জন্ম পূর্ববঙ্গে। একটা সময় সপরিবারে চলে আসেন এপারে। অচেনা ভূমি। সংসারে অভাব। বাড়ির বড় ছেলে। তাই উপার্জনের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। শুরু করেন লটারির টিকিট বিক্রি।
একদিন পরিচয় হয় বইপাড়ার এক প্রকাশকের সঙ্গে। তাঁর উৎসাহেই শুরু করেন বই বাঁধাইয়ের কাজ। প্রথমে অস্থায়ীভাবে, পরে স্থায়ীভাবে।
এইভাবেই কেটেছে দীর্ঘদিন। এখন কাজ করেন স্বাধীনভাবে।

আরও পড়ুন-সাহিত্যের ফেরিওয়ালা

প্রতি বছর আসেন বইমেলায়। বাঁধাই করেন নতুন এবং পুরোনো বই। দীর্ঘদিন এই জগতে। তাই চিনে গেছেন বহু মানুষ। তাঁদের কাছে আছে তাঁর ফোন নম্বর। মেলায় আসার আগে জেনে নেন ঠিক কোনখানে বসছেন।
নিজস্ব স্টল নেই তাঁর। সেই ক্ষমতাও নেই। বইমেলায় তিনি বসেন মাটিতে চাদর বা প্লাস্টিক বিছিয়ে। এসেছেন এবারও। চেনা এবং অচেনা খরিদ্দার আসছেন। বই বাঁধাই করিয়ে নিয়ে যাচ্ছেন। এইভাবে তিনি বইমেলার সঙ্গে জড়িয়ে আছেন বহু বছর ধরে। এখন উপার্জন যেন গৌণ। মুখ্য হল বই। নতুন এবং পুরোনো বইয়ের গন্ধ তাঁকে টানে। তাই আর অন্য পেশার কথা ভাবেননি। বইয়ের মতো বন্ধু আর কে আছে? আবার উল্টোটাও ঠিক, তিনিও তো বইয়ের বন্ধু, বইমেলার বন্ধু।

Latest article