বায়োমেট্রিক হাজিরা বাতিল, শনিবারের ছুটি রামপুরহাট পুরসভা

সেক্ষেত্রে তাঁদের কোনওভাবেই যেন হয়রানির শিকার হতে না হয় বা বেনিয়ম, দুর্নীতি না হয় সেদিকে কড়া নজর রাখতে চলেছে পুর প্রশাসন।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : খোলনলচে পাল্টে নাগরিক পরিষেবায় জোর দিতে নিয়ম পালনে আরও কঠোর হতে চলেছে নবগঠিত রামপুরহাট পুরসভা। কর্মদিবসের সংখ্যা বাড়াতে শনিবারের ছুটি বাতিল হল। সঙ্গে ঠিক সময়ে অফিসে হাজিরা দিতে হবে পুরকর্মীদের। ডিউটি করতে হবে ১১টা থেকে ৫টা। আর অফিসে আসার সময়ে খামখেয়ালিপনা রুখতে চালু হচ্ছে বায়োমেট্রিক হাজিরা।

আরও পড়ুন-সাংসদ কোটায় ভর্তি নয় কেন্দ্রীয় বিদ্যালয়ে, নির্দেশ জারি শিক্ষা মন্ত্রকের

কেউ অনুপস্থিত থাকলে তার লিখিত ব্যাখ্যা দিতে হবে। কোনওভাবেই নাগরিক পরিষেবা ব্যাহত করা যাবে না। এছাড়াও কাজে গতি আনতে গঠন করা হয়েছে গ্রিভান্স সেল। অভিযোগ জানানোর জন্য রাখা হয়েছে একটি টোল ফ্রি নম্বর। ই-মেল মারফত অভিযোগ জানানো যেতে পারে। ২৪ ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে বলে জানান পুরপ্রধান সৌমেন ভকত। টোল ফ্রি নম্বরটি হল ১৮০০১২৩২৭৮০১। গ্রিভান্স সেলের দায়িত্বে থাকছেন প্রাক্তন উপপ্রধান সুকান্ত সরকার এবং প্রাক্তন কাউন্সিলর সুদেব দাস। কন্যাশ্রী, রূপশ্রী, সমব্যথী এবং তফসিলি জাতি-উপজাতি শংসাপত্রের জন্য দলমতনির্বিশেষে বহু নাগরিক পুরসভায় আসেন। সেক্ষেত্রে তাঁদের কোনওভাবেই যেন হয়রানির শিকার হতে না হয় বা বেনিয়ম, দুর্নীতি না হয় সেদিকে কড়া নজর রাখতে চলেছে পুর প্রশাসন।

Latest article