গুজরাটে (Gujrat) ঘূর্ণিঝড় (cyclone) বিপর্যয়ের ‘ল্যান্ডফল’ (landfall) প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জানা যাচ্ছে সৌরাষ্ট্রে আছড়ে পড়েছে ‘বিপর্যয়’। ভারতীয় মৌসম ভবনের তরফে এই মর্মে জানানো হয়েছে, আজ মধ্যরাত পর্যন্ত সেই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলবে। ওই সময়ের মধ্যে ‘বিপর্যয়’-র গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিমি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক ঘণ্টা গুজরাটে তাণ্ডব চালাতে চলেছে ‘বিপর্যয়’।
আরও পড়ুন-কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, কলকাতা হাইকোর্টের নির্দেশ
এই বিষয়ে আমদাবাদ আবহাওায় দফতরের অধিকর্তা মনোরমা মোহান্তি জানিয়েছেন, ‘ল্যান্ডফলের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বর্তমানে মেঘের দেওয়াল জখাউয়ে অবস্থান করছে। মধ্যরাতের মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যবে। পুরো ঘূর্ণিঝড়ের ব্যাসার্ধ ৩০০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের চোখের ব্যাসার্ধ ৫০ কিলোমিটারের মতো।’