কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট, কলকাতা হাইকোর্টের নির্দেশ

৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাতে চলেছে কমিশন। বাহিনী সেই মুহূর্তে দিতে হবে কেন্দ্রকে।

Must read

গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট (Panchayat election) হবে। শুধুমাত্র স্পর্শকাতর জেলায় নয়, আসন্ন পঞ্চায়েত ভোটে সব জেলাতেই থাকবে কেন্দ্রীয় বাহিনী (central force)। আজ এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খুব দ্রুত কেন্দ্রীয় বাহিনীর জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে হবে, এমনই নির্দেশ প্রধান বিচারপতির।

আরও পড়ুন-‘ইসলামপুর ও চোপড়ায় যা হয়েছে, তার সাথে পার্টি কোনওভাবে যুক্ত নেই’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রের কাছে বাহিনী চেয়ে আবেদন জানাতে চলেছে কমিশন। বাহিনী সেই মুহূর্তে দিতে হবে কেন্দ্রকে। বাহিনীর খরচ বহন করবে কেন্দ্র সেই কথাও জানিয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বেশি দেরি করলে প্রাণহানি, ক্ষয়ক্ষতির পরিমান বাড়বে বলেই মনে করছে কলকাতা হাইকোর্ট

Latest article