‘ইসলামপুর ও চোপড়ায় যা হয়েছে, তার সাথে পার্টি কোনওভাবে যুক্ত নেই’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে যোগ দেন।

Must read

আজ পঞ্চায়েত ভোটের (Panchayat election) মনোনয়ন (nomination) জমার শেষ দিন ছিল। বলা যায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া শান্তিতে মনোনয়ন জমার কাজ চলেছে। তবে কোনও ঘটনার সঙ্গে তৃণমূল (TMC) জড়িত নয় বলে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBanerjee)।

আরও পড়ুন-ভারতীয়ের তথ্য বিকোচ্ছে ৪৯০ টাকায়, ‘নীরব’ মোদির মুখে কুলুপ, পিঠে কুলো

রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ডায়মন্ড হারবারে একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, ‘পঞ্চায়েত ভোটের সমস্যা একটাই। এত নীচু লেভেলে ভোট হয়, অনেক সময়ে একই বাড়ি থেকে চারজন দাঁড়িয়ে যায়। ফলে কখনও মায়ের সঙ্গে ছেলের, কখনও কাকার সঙ্গে জ্যাঠার সমস্যা হয়ে যায়।’

আরও পড়ুন-মিথ্যা বলছেন, বেশি মনোনয়ন তো বিরোধীদেরই

‘ইসলামপুর ও চোপড়ায় যা হয়েছে, তার সঙ্গে দলের কোনও যোগ নেই। যারা এই কাজ করেছে, তাদের আমরা টিকিট দিইনি। গতকাল পর্যন্ত তারা টিকিট চেয়েছে। কিন্তু তাদের কাজে দল সন্তুষ্ট নয়। তাদের বিরুদ্ধে রিপোর্ট আছে বলে আমরা টিকিট দিইনি। ৯৯ শতাংশ ক্ষেত্রে ক্রেডিবিলিটি দেখে আমরা মনোনয়ন দিয়েছি। ইসলামপুর ও চোপড়ায় দল কোনওভাবেই যুক্ত নয়। নিজেদের মধ্যে ঝামেলার ফলে এটি হয়েছে। (মনোনয়ন) ভাই পাবে, নাকি বউ পাবে… (সেই নিয়ে ঝামেলা)। পুলিশকে বলেছি কড়া পদক্ষেপের জন্য।’

আরও পড়ুন-দিনহাটায় ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার

ভাঙড়ের ঘটনা নিয়ে বিরোধী আইএসএফের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘ভাঙড়ের ঘটনাটি ওখানে যারা বিরোধী আছে, নতুন জিতেছে, সেই প্রথম করেছে করেছে গত পরশু দিন। সেই প্রথম গাড়ি ভাঙচুর করেছে। মুসলিম ভাইবোনদের বিপথে পরিচালিত করা হয়েছে। ফলে কাল একটা প্রত্যাঘাত হয়েছে। এটা আমাদের পক্ষ থেকে কাল একটা প্রতিবাদ হয়েছে। যেটা সত্য, সেটা আমি বলব। আজকের ঘটনা আমি এখনও জানি না। আমি রাস্তায়। প্রশাসনকে বলেছি কড়াভাবে দেখতে।’

আরও পড়ুন-দীর্ঘ টালবাহানার পর ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জশিট দিল্লি পুলিশের

মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভাঙড়ের সংখ্যালঘুদের ভুল বুঝিয়ে বিপথে চালনা করা হচ্ছে। নাম না করলেও আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকিকেই দায়ী করেছেন মমতা। অশান্তি আটকাতে পুলিশকে কড়া পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Latest article