দিনহাটায় ঘূর্ণিঝড়, ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার

Must read

ঘূর্ণিঝড় দিনহাটায় (Cyclone- Dinhata)। বুধবার রাতের প্রবল ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে দিনহাটার একাধিক গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার। নষ্ট হয়েছে বিঘার পর বিঘা জমির পাট। গতকাল গভীর রাতে বৃষ্টির পাশাপাশি প্রবল ঘূর্ণিঝড়ে দিনহাটা ১ ব্লকের ব্রহ্মওর চাউলের কুঠি, পাখিহাগা ও ভেটাগুড়ি গ্রাম পঞ্চায়েতের খাড়িজা বালাডাঙ্গার শতাধিক বাড়ির চাল ঝড়ে উড়ে যায়। কারোর শোবার ঘর, গোয়ালঘর, রান্নাঘরের ছাউনি উড়ে গিয়েছে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাখিহাগা গ্রামটির। এখানে বাড়িঘরের পাশাপাশি বিঘার পর বিঘা জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। তবে দক্ষিণে আপাতত বৃষ্টির (Cyclone- Dinhata) কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ঠেকেছে ৩৯ ডিগ্রিতে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও বেশিরভাগ জায়গায় বজায় রয়েছে অস্বস্তি।

আরও পড়ুন: কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Latest article