কালীঘাটে নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Must read

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ৮ জুলাই। তার আগে নির্বাচনের রূপরেখা সাজাতে ১৭ জুন শনিবার কালীঘাটে তৃণমূলের (TMC) নির্বাচন কমিটির বৈঠক ডাকলেন দলের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-সহ তৃণমূলের বর্ষীয়ান নেতৃত্ব।

আরও পড়ুন: ’৯৮-এ নিখোঁজ কর্মীর স্ত্রীও এবার প্রার্থী, উৎসবের মেজাজে তৃণমূলের মনোনয়ন

১৫ জুন বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়ার শেষদিন। আগামীকাল, শুক্রবার কাকদ্বীপে শেষ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসূচি। তারপর শনিবারই কালীঘাটে হাই প্রোফাইল বৈঠক। বিকেল তিনটেয় এই বৈঠক হওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক ছাড়াও থাকবেন বেশ কিছু সাংসদ ও বিধায়কও। বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রচার এবং দলীয় কৌশল নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি কর্মীদের প্রতিও বার্তা দেওয়া হবে। এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মত রাজনৈতিক মহলের।

Latest article