সংবাদদাতা, ঝাড়গ্রাম : আগের দিন যেখানে শেষ করেছিলেন বৃহস্পতিবার সেখান থেকেই শুরু করলেন দিদির সুরক্ষা কবচ নিয়ে জনসংযোগ। মন্ত্রী বীরবাহা হাঁসদা লালগড়ের ঝিটকার কালীমন্দিরে পুজো দিয়ে ঘুরলেন একটার পর একটা গ্রাম। ক্লান্তি নেই, মুখে হাসি লেগেই আছে। আমজনতার কথা শুনলেন গুরুত্ব দিয়ে। যেখানে যা দরকার খাতায় নোট করলেন। সকালে পুজো দিয়ে যান জঙ্গলঘেরা রাঙামেটা গ্রামে। সেখানে আলোচনাসভায় মিলিত হন জঙ্গলকন্যা বীরবাহা।
আরও পড়ুন-পালযুগের ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার কাটোয়ায়
এলাকার মানুষজনের কোনও অভাব-অভিযোগ আছে কিনা জানতে চান। এরপর যান পাশের তাড়কি গ্রামে। কদিন আগেই এই গ্রামের লোধাশবর শিশু সোমবারি শবর হাতির হানায় গুরুতর জখম হয়। আহত শিশুটিকে ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা এবং নিয়ে যাওয়ার জন্য গাড়িও করে দেন বীরবাহা। গ্রামে এসে সেই শিশুটির খোঁজ নিতে ভোলেননি বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। লালগড়ে যাওয়ার পথে শিশুটির বাড়ি গিয়ে খোঁজখবর নেন পরিবারের সকলের। মন্ত্রীকে পেয়ে খুশি সোমবারি শবরের পরিবার। এরপর পূর্ণাপানি জুনিয়র হাইস্কুল পরিদর্শন করে লালগড়ে কর্মীদের সঙ্গে দুপুরের আহার সারেন। পঞ্চায়েত কার্যালয় পরিদর্শন শেষে কর্মীদের সঙ্গে দলীয় কার্যালয়ে বসে কথা বলেন। মানুষের পাশে থাকার পরামর্শ দেন। এরপর নবকুঞ্জের মাঠে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। রাত কাটান লালগড়েই।