পালযুগের ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি উদ্ধার কাটোয়ায়

২ ফুট উচ্চতার ১০ ইঞ্চি চওড়া এই প্রস্তরমূর্তিটি নদীর পাড় থেকে উদ্ধার করেন দুই যুবক। মূর্তি উদ্ধারের ঘটনা জানাজানি হওয়ায় নদীতীরে ভিড় জমে

Must read

সংবাদদাতা, কাটোয়া : অজয় নদের পাড় থেকে ফের উদ্ধার হল বিষ্ণুমূর্তি। এবার কেতুগ্রাম এলাকার নারেঙ্গা গ্রামে নদীতীরে মেলে প্রাচীনকালের প্রস্তরনির্মিত বহুমূল্যবান মূর্তিটি। এর আগে মঙ্গলকোটের খেঁড়ুয়া গ্রাম থেকে উদ্ধার হয় একটি বিষ্ণুমূর্তি। ২ ফুট উচ্চতার ১০ ইঞ্চি চওড়া এই প্রস্তরমূর্তিটি নদীর পাড় থেকে উদ্ধার করেন দুই যুবক। মূর্তি উদ্ধারের ঘটনা জানাজানি হওয়ায় নদীতীরে ভিড় জমে। মূর্তিটি উদ্ধার করে গ্রামবাসী মন্দিরে রেখে পুজোও শুরু করেন।

আরও পড়ুন-বিদেশিদের সঙ্গে খেলেই নতুনরা শিখবে : হরমন

পরে কেতুগ্রাম থানার পুলিশ নারেঙ্গা গ্রামে গিয়ে বহুমূল্যবান বিষ্ণুমূর্তিটি উদ্ধার কিরে নিজেদের হেফাজতে থানায় রাখে। কাটোয়ার প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়ের মতে, ‘উদ্ধার হওয়া মূর্তিটির গঠনতন্ত্র দেখে অনুমান, এটি পাল যুগের শিল্পকর্ম ত্রিবিক্রম বিষ্ণুমূর্তি। যোদ্ধারা যুদ্ধে যাওয়ার আগে এই মূর্তি পুজো করতেন।’ এই বিষ্ণুমূর্তিটির বিশেষত্ব হল মূর্তির নিচে লিপি খোদাই করা রয়েছে। অজয় নদের দুই পাড় লাগোয়া গ্রাম থেকে বহুমূল্যবান দেবদেবীর প্রাচীন প্রস্তরমূর্তি প্রায়ই উদ্ধার হয়।

আরও পড়ুন-টাইব্রেকার অনুশীলন মোহনবাগানে, ফাইনাল ভেবেই নামবেন বুমোসরা

ইতিহাস থেকে জানা যায় অজয় নদের দক্ষিণ-পূর্ব দিকে মঙ্গলকোটের খেঁড়ুয়া অঞ্চলে পাল যুগে বিষ্ণু উপাসকদের বসবাস ছিল। প্রচুর মন্দির ছিল। অনুমান, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এক সময় মূর্তি-সহ মন্দিরগুলি অজয় নদের গর্ভে চলে যায়। এখন সেগুলিই পাওয়া যাচ্ছে। গত বছর অজয় নদের পূর্ব পাড় মঙ্গলকোটের খেঁড়ুয়ায় অজয় নদ থেকে মিলেছিল দুটি বিষ্ণুমূর্তি। মূর্তিগুলি যথাযথ সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী।

Latest article