বিদেশিদের সঙ্গে খেলেই নতুনরা শিখবে : হরমন

টাকার অঙ্কে প্রথম বছরেই দ্বিতীয় বৃহত্তম প্রতিযোগিতার মর্যাদা পাচ্ছে মেয়েদের আইপিএল। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বোর্ড পেয়েছে ৪৬৬৯ কোটি টাকা

Must read

মুম্বই, ২ মার্চ : মেয়েদের আইপিএলের (ডব্লুপিএল) ম্যাসকট প্রকাশ করল বিসিসিআই। নাম দেওয়া হয়েছে ‘শক্তি’। একটি বাঘকে মহিলা ব্যাটার সাজানো হয়েছে। ভারতের জাতীয় দলের নীল রঙের জার্সি পরানো হয়েছে এই ম্যাসকটকে। বৃহস্পতিবার ম্যাসকটের ভিডিও প্রকাশ করেছেন বোর্ড সচিব জয় শাহ। সঙ্গে তিনি লিখেছেন, ‘‘ও দ্রুত, হিংস্র ও আগুনে পূর্ণ। মাঠে আগুন জ্বালাতে প্রস্তুত।’’

আরও পড়ুন-টাইব্রেকার অনুশীলন মোহনবাগানে, ফাইনাল ভেবেই নামবেন বুমোসরা

এদিকে, হরমনপ্রীত কৌর মনে করছেন, ডব্লুপিএল ভারতীয় মহিলা ক্রিকেটকে অনেকটাই এগিয়ে দেবে। মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলছেন, ‘‘এই টুর্নামেন্ট ভারতীয় মহিলা ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। বিদেশি তারকাদের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ থাকছে। ওদের অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। আমি যেমন বিগ ব্যাশ এবং হান্ড্রেজ খেলে উপকৃত হয়েছি। তেমনই তরুণরা উপকৃত হবে।’’
প্রসঙ্গত, শনিবার (৪ মার্চ) থেকে শুরু হবে মেয়েদের আইপিএল। মোট ২২টি ম্যাচ হবে। মুম্বইয়ের ব্রাবোর্ন ও ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে হবে ১১টি করে ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে মু্ম্বই এবং গুজরাট। টাকার অঙ্কে প্রথম বছরেই দ্বিতীয় বৃহত্তম প্রতিযোগিতার মর্যাদা পাচ্ছে মেয়েদের আইপিএল। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে বোর্ড পেয়েছে ৪৬৬৯ কোটি টাকা।

Latest article