মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমি আজ এই জায়গায়। আদিবাসীদের কথা ভেবেছেন একমাত্র মুখ্যমন্ত্রী। বিজেপি ফাঁকা আওয়াজ দিচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে প্রার্থী করে পদ্মশিবির প্রমাণ করতে চাইছে তারা আদিবাসী সমাজকে গুরুত্ব দেয়।
আরও পড়ুন-সিপিএমের সন্ত্রাস আজও আমরা ভুলে যাইনি: শিউলি সাহা
আমার প্রশ্ন, যদি এতই আপনারা আদিবাসীদের কথা ভাবেন, তাহলে ঝাড়খণ্ড থেকে ওঁরা আপনাদের তাড়াল কেন? উত্তর আছে? আগামী ৯ অগাস্ট আদিবাসী দিবস পালন হবে। ওইদিন বিজেপি তাকিয়ে দেখবে কারণ আদিবাসী সমাজের উন্নয়নের খতিয়ান তুলে ধরব আমরা। আর তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোটি কোটি প্রণাম জানাই। তিনিই এই আদিবাসী সমাজকে তুলে ধরেছেন, তাঁদের উন্নয়ন করছেন, তাঁদের প্রকাশ্যে এনেছেন এবং ভেবেছেন। আগামীদিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আরও এগিয়ে যাবে আদিবাসী সম্প্রদায়।