খেলোয়াড়দের জার্সি দেবেন মন্ত্রী বীরবাহা

২৪ পুরুষ এবং ৮টি মহিলা আদিবাসী দল অংশ নেয়। টাইব্রেকারে ১-০ গোলে জয়ী হয় বাদুলি এক্সপ্রেস। পুরস্কার তুলে দেন বীরবাহা।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : ফাইনালে ওঠা খেলোয়াড়দের গায়ে ছেঁড়া জার্সি নজর এড়ায়নি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি তথা বন ও ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার। স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে তাঁদের জন্য জার্সি পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। আদিবাসী অধ্যুষিত এলাকায় খেলাধুলোর অগ্রাধিকারে জোর দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-১৯ নভেম্বর থেকে বন্ধ থাকবে ভারী যান-চলাচল, সাঁতরাগাছি সেতুর সংস্কার দেড় মাসেই

তাই জঙ্গলমহল কাপ থেকে বিভিন্ন খেলাধুলায় উৎসাহ দিয়ে থাকে রাজ্য সরকার। শুক্রবারের ত্রিদিবসীয় ফুটবল প্রতিযোগিতার ফাইনালে উপস্থিত ছিলেন বীরবাহা, উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, করবী বড়াল, জহিরুল ইসলাম প্রমুখ। বারোমেশিয়া গ্রামে সুসরিয়া ক্লাবের উদ্যোগে তিনদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। ২৪ পুরুষ এবং ৮টি মহিলা আদিবাসী দল অংশ নেয়। টাইব্রেকারে ১-০ গোলে জয়ী হয় বাদুলি এক্সপ্রেস। পুরস্কার তুলে দেন বীরবাহা।

Latest article