বীরভূমের খরুন গ্রাম পঞ্চায়েত পানীয় জল থেকে রাস্তা, উন্নয়নের ছোঁয়া সর্বত্র

তৃণমূলের হাতে আসার পর উন্নয়নের ছোঁয়া সর্বত্র। আগের প্রধান নমিতা দাসের বদলে বর্তমানে অঞ্চল সভাপতি মহাদেব সাহা এবং প্রধান সুমিত্রা লেট

Must read

সংবাদদাতা, রামপুরহাট : বীরভূমের রামপুরহাট বিধানসভার রামপুরহাট এক ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা বেড়ে ১০ থেকে ১৩ হয়েছে। তৃণমূলের হাতে আসার পর উন্নয়নের ছোঁয়া সর্বত্র। আগের প্রধান নমিতা দাসের বদলে বর্তমানে অঞ্চল সভাপতি মহাদেব সাহা এবং প্রধান সুমিত্রা লেট। আগামী পঞ্চায়েত নির্বাচনে এই পঞ্চায়েতের মূল ইস্যু উন্নয়ন।

আরও পড়ুন-গ্রাহক সচেতনতায় দুয়ারে সরকার

তারাপীঠ-রামপুরহাট উন্নয়ন পর্ষদ রাস্তাঘাট, পানীয় জলের পাশাপাশি মুখ্যমন্ত্রীর সমস্ত প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। ৬১ লক্ষ টাকা ব্যয়ে জলপ্রকল্পের কাজ সম্পূর্ণ। আর্সেনিক-প্রবণ জুনিদপুর, আটলা, চকআটলা, কবিচন্দ্রপুর-সহ বেশ কিছু গ্রামে জলের সুব্যবস্থা সম্পন্ন। তারাপীঠ কবিচন্দ্রপুরে দ্বারকা ওভারব্রিজ হওয়ায় এলাকার মানুষ খুশি। সতন লেট, মহুয়া রায়রা জানান, বাংলা আবাস যোজনায় বাড়ি, কন্যাশ্রী, সবুজসাথী, স্বাস্থ্যসাথী কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন তাঁরা। অঞ্চল সভাপতি মহাদেব সাহা বলেন, নতুন টিম খুব ভাল কাজ করছে। প্রত্যেকের সঙ্গে সমন্বয় রাখা হচ্ছে। ঘন ঘন বৈঠক হচ্ছে। এবার অঞ্চলে ফল ভাল হবে। রামপুরহাট এক ব্লক সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি বলেন, আশিস বন্দ্যোপাধ্যায় মাথার উপর অভিভাবক। তাঁর সুপরামর্শ মোতাবেক কাজ করে যাচ্ছি।

Latest article