প্রতিবেদন : তিনি বলিউডের ভাইজান। রুপোলি পর্দার সুলতান। সলমন খান শনিবার বিকেলে কালীঘাটের বাড়িতে গিয়ে দেখা করে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমি সলমনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। ওকে বলেছি যেন সতর্ক থাকে। অবহেলা না করে। এদিন বিকেল চারটে পঁচিশ নাগাদ কালীঘাটের বাড়িতে পৌঁছন।
আরও পড়ুন-দিনের কবিতা
মুখ্যমন্ত্রী নিজে বাড়ির দরজায় দাঁড়িয়ে সলমনকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান। নিয়ে যান তাঁর টালির ছোট্ট ঘরে। বাইরে তখন ভাইজান চিৎকারে কান পাতা দায়। গোটা কালীঘাট ভেঙে পড়েছে তাদের প্রিয় ভাইজানকে দেখতে। সলমনও তাঁর ভক্তদের নিরাশ করেননি। প্রায় আধঘণ্টা তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। তাঁকে বাংলার মিষ্টি ও অন্যান্য উপহার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটা নাগাদ সলমনকে নিয়ে বাড়ির বাইরে সংবাদমাধ্যমের সামনে আসেন মুখ্যমন্ত্রী। উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। চারদিকে তখন অজস্র ক্যামেরার শাটারের অনবরত আওয়াজ। উপস্থিত কয়েকজনের সেলফির আবদার ফেরাতে পারেননি। হাসিমুখে সেসব আবদার মেটান।
আরও পড়ুন-অন্ধকারেও মানুষ অভিষেকের আলোকযাত্রায়
গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই দাবাং সলমন খানকে প্রাণে মারার হুমকি দিয়েছে আগেই। সম্প্রতি তাঁর মুম্বইয়ের বাড়িতে হুমকি চিঠিও গিয়েছে। বিষ্ণোইয়ের পাঠানো শার্প শুটাররা রেইকি করেও গিয়েছিল তাঁর বাড়ি। স্বাভাবিকভাবেই সলমন খানের নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখেনি রাজ্য প্রশাসন। কড়া নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বর। মুম্বই থেকেও এসেছিল পুলিশের বিশেষ দল। কলকাতায় ইস্টবেঙ্গল ক্লাবের একটি অনুষ্ঠানে এসেছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে সলমনের সঙ্গে ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও রাজদীপ চক্রবর্তী ও অন্যান্য কয়েকজন।