সংবাদদাতা, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার উদ্যোগে পশ্চিম বিষ্ণুপুর গ্রাম পঞ্চায়েতে পালিত হল ‘চলো গ্রামে যাই’ কর্মসূচি। এদিন বিষ্ণুপুরের বিধায়ক তথা পরিবহণ দফতরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডলের নেতৃত্বে একটি মিছিল গ্রাম ঘোরে। স্থানীয় কন্যানগর গ্রামে বাড়িতে বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের মহিলা সদস্যরা। ছিলেন জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ শচী নস্কর, বিষ্ণুপুর-১ গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি পলি মণ্ডল গোমস ও স্থানীয় পঞ্চায়েত প্রধান বিপ্রদাস অধিকারী।
আরও পড়ুন-কাঁথির সভায় বিরোধী দলনেতাকে চন্দ্রিমার কটাক্ষ
এদিন প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের একাধিক জনমুখী কর্মসূচি নিয়ে প্রচার করেন দলের সদস্যরা। কেউ যদি এখনও পরিষেবা না পেয়ে থাকেন, তাহলে অতি দ্রুত দুয়ারে সরকার শিবিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। আগামী পঞ্চায়েত নির্বাচনে মহিলাদের এগিয়ে আসার পরামর্শ দেন দলের সদস্যরা।