কাঁথির সভায় বিরোধী দলনেতাকে চন্দ্রিমার কটাক্ষ

তাঁর প্রতি বিরোধী দলনেতার কটাক্ষ কটাক্ষে ফেরালেন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য।

Must read

সংবাদদাতা, কাঁথি : তাঁর প্রতি বিরোধী দলনেতার কটাক্ষ কটাক্ষে ফেরালেন মন্ত্রী তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মহিলা সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। জবাব দেওয়ার জন্য বেছে নিলেন বিরোধী দলনেতার শহর কাঁথিকেই। দক্ষিণ কাঁথি বিধানসভার প্রাক্তন বিধায়ক চন্দ্রিমা শুক্রবার কাঁথিতে বলেন, ২০১৬-র হারা জায়গায়, ২০২১-এ ফের জিতেছি। আমাকে আলো নিভিয়ে জিততে হয়নি। যাদের ১৯৫৬ ভোটের গর্ব, তারা আলো নিভিয়ে অন্ধকারে জেতা লোক। কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে বীরেন্দ্র স্মৃতিসৌধের সভা থেকে চন্দ্রিমা বলেন, এখানে একজন আছেন, যাঁর অভিযোগ, আমি যখন কাঁথিতে লড়তে এসেছিলাম, তখন নাকি একটা ফ্ল্যাগও আনিনি। পয়সা খরচ করিনি ঠিকই, কিন্তু ফ্ল্যাগ নিয়ে এসেছিলাম। জোড়া ফুলের সেই ফ্ল্যাগেই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন।

আরও পড়ুন-রাজ্যে প্রথম কেবল সিস্টেমে পরিষেবা চালু হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে মহিলাদের এমন বিশাল সমাবেশ দেখে রীতিমতো আপ্লুত চন্দ্রিমা। মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা ও বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরলেন কারামন্ত্রী অখিল গিরি। সভায় ছিলেন তরুণকুমার মাইতি, জ্যোতির্ময় কর, সুপ্রকাশ গিরি, উত্তম বারিক, সুবল মান্না, হরিসাধন দাস অধিকারী, সুরজিৎ নায়ক, শেখ আনোয়ারউদ্দিন, বিকাশ বেজ, অভিজিৎ দাস, ইলা মান্না, মধুরিমা মণ্ডল প্রমুখ। এদিন তমলুকের শালগেছিয়াতেও সভা করেন চন্দ্রিমা। সুবর্ণজয়ন্তী ভবনের সভাতেও মহিলাদের ভিড় উপচে পড়ে। ছিলেন সৌমেন মহাপাত্র, শিবানী দে কুণ্ডু প্রমুখ।

Latest article