বিশ্ববাংলা শারদ সম্মান ঘোষণা রাজ্য সরকারের

সেরা পরিবেশবান্ধব পুজোর সম্মান পেয়েছে সল্টলেক এফডি ব্লক, কমোরটুলি সর্বজনীন সহ আরও ১৬টি পুজো। এছাড়াও রয়েছে বিশেষ পুরস্কার।

Must read

প্রতিবেদন : প্রতি বছরের মতো এবছরও কলকাতা ও জেলার সেরা পুজোকে বিশ্ববাংলা শারদ সম্মান দিচ্ছে রাজ্য সরকার। শনিবার ষষ্ঠীর বিকেলে বৃহত্তর কলকাতার পুরস্কার বিজেতা পুজো কমিটিগুলির নাম ঘোষণা করেন তথ্য-সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি জানান, এবছর ৪২টি পুজো সেরার সেরা, ২০টি সেরা ভাবনা, ১৬টি সেরা পরিবেশবান্ধব এবং ২১টি পুজো বিশেষ পুরস্কার পাচ্ছে।

আরও পড়ুন –বৃষ্টিতে ভাসল শহর, চলবে ঘূর্ণাবর্তের জের

মন্ত্রী জানান, একইভাবে প্রতিটি জেলার সেরা পুজোগুলিকেও বিশ্ববাংলা শারদ সম্মান দেওয়া হবে। বৃহত্তর কলকাতার বিশ্ববাংলা শারদ সম্মানের সেরার সেরা তালিকায় প্রথমেই রয়েছে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো তথা চেতলা অগ্রণীর মণ্ডপ। তারপর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো তথা সুরুচি সংঘের মণ্ডপ। এছাড়া রয়েছে টালা প্রত্যয়, ত্রিধারা, কালীঘাট মিলন সংঘ, সমাজসেবী, বাবুবাগান, চক্রবেড়িয়া, হিন্দুস্তান ক্লাব, দক্ষিণ কলকাতা সর্বজনীন, অবসর, আহিরীটোলা, কাশী বোস লেন সহ ৪২টি পুজো। (বিশ্ববাংলার শারদ সম্মানের সেরা ভাবনার পুরস্কার পেয়েছে বেহালা উত্তর হালপাড়া ক্লাব, বেহালা প্লেয়ার্স কর্নার, বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব, উল্টোডাঙা বিধান সংঘ সহ ২০টি পুজো। সেরা পরিবেশবান্ধব পুজোর সম্মান পেয়েছে সল্টলেক এফডি ব্লক, কমোরটুলি সর্বজনীন সহ আরও ১৬টি পুজো। এছাড়াও রয়েছে বিশেষ পুরস্কার। পেয়েছে ২০টি পুজো। এই ৯৯টি পুজোই রেড রোডে কার্নিভালে অংশ নেবে।

Latest article