সংবাদদাতা, কামারহাটি: মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ও লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের কাজে রাজ্য জুড়েই তুমুল উন্মাদনা। মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এক নজির গড়ে তুলেছে। যা দেখে শঙ্কিত বিজেপি-সহ বিরোধী রাজনৈতিক দলগুলো। তারা পায়ের তলার মাটি হািরয়ে ফেলে আক্রমণের লক্ষ্য বেছে নিয়েছে দুয়ারে সরকার শিবিরকে।
আরও পড়ুন : উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ ঘোষ
বৃহস্পতিবার রাতে দরখাস্ত পূরণের কাজ চলাকালীন কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অতর্কিতে হামলা চালাল দুষ্কৃতীরা। দু রাউন্ড গুলি চালায় তারা, এরপরেই এলোপাতাড়ি বোমাবাজি। বোমার আঘাতে দুই মহিলা, শিশু-সহ ছজন গুরুতর জখম হয়েছেন। আহতদের সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনায় তীব্র উত্তেজনা গোটা অঞ্চলে। প্রথমে কামারহাটি ফাঁড়ির পুলিশ ও পরে পরিস্থিতি সামাল দিতে বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী ঢোকে। আসেন ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা। রাতেই সলমন খান ও ফিরোজ আখতার নামে দুই দুষ্কৃতীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এলাকায় বসেছে পুলিশ পিকেট। এদিন সকালেও গোটা এলাকা থমথমে। চলছে পুলিশি টহলদারি।
আরও পড়ুন : রাতের অন্ধকারে দুয়ারে সরকার শিবিরে দুষ্কৃতী তান্ডব
কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কালামউদ্দিন আনসারি জানান, বৃহস্পতিবার রাত্রে দলীয় কার্যালয়ে লক্ষ্মীর ভাণ্ডার ও দুয়ারে সরকারে ভিড় এড়াতে ফর্ম পূরণ কীভাবে করতে হবে তার পরিকল্পনা চলছিল। এলাকার প্রচুর মানুষ সাহায্য নিতে এসেছিলেন। হঠাৎ রুমালে মুখঢাকা দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে এসে প্রথমে দু রাউন্ড গুলি চালায় এবং এলোপাতাড়ি বোমাবাজি করতে থাকে। বোমার আঘাতে ছজন আহত হন। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পের সাফল্যে বিরোধীরা ঈর্ষান্বিত হয়েই দুষ্কৃতীদের লেলিয়ে দিয়ে কাজ পণ্ড করার চক্রান্ত করা হচ্ছে। তিনি আরও দাবি করেন, যারা এই কাজ করেছে তাদেরকে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির মিটিং-মিছিলে দেখা গিয়েছে। কামারহাটি টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নবীন ঘোষাল বলেন, সরকারি প্রকল্পের সাহায্য নিতে আসা সাধারণ মানুষদের ওপর যেভাবে আক্রমণ চালানো হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। পুলিশ কমিশনার মনোজকুমার বর্মা জানান, ঘটনায় ছজন আহত হয়েছে। রাতেই দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।