রাতের অন্ধকারে দুয়ারে সরকার শিবিরে দুষ্কৃতী তান্ডব

Must read

সংবাদদাতা, নদিয়া: দুয়ারে সরকার শিবিরে তান্ডব চালাল দুষ্কৃতীরা। প্যান্ডেল ভেঙে, ফ্লেক্স পোস্টার ছিঁড়ে রীতিমত লন্ডভন্ড করে দেওয়া হয় শিবির। শুধু তাই নয়, ইন্টারনেট পরিষেবার কাজে ব্যবহার হওয়া মোডেমও চুরি করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের দ্বারিকানাথের ঘটনা।

শুক্রবার দ্বারিকানাথ বিদ্যালয়ে, দুয়ারে সরকারের দ্বিতীয় দিন ছিল। তার আগে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে উঠছে প্রশ্ন। রাজ্যসরকারের দুয়ারে সরকার ইতিমধ্যেই জেলাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। আবেদনপূরণে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মত। সেখানে এইভাবে রাতের অন্ধকারে শিবিরে তান্ডবের ঘটনাকে হালকাভাবে নিচ্ছে না তৃণমূল কংগ্রেস। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই তান্ডব চালিয়েছে বলে সরাসরি অভিযোগ তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন : উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ ঘোষ

শুক্রবার সকালে দুয়ারের সরকারের বিভিন্ন কাউন্টারের সরকারি প্রতিনিধি এবং টেকনিশিয়ানরা এসে প্রথম লক্ষ্য করেন শিবিরের লন্ডভন্ড চেহারা। গোটা বিষয়টি বিডিও কে জানানোর পর শান্তিপুর থানার পুলিশ প্রশাসন পৌঁছায় ঘটনাস্থলে। পঞ্চায়েত সদস্যদের নিয়ে ক্ষয়ক্ষতি ঘুরে দেখেন । রাজ্যের কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের জন্য দুয়ারে সরকার শিবির চালু করেছেন এরজন্য ব্যর্থ বিজেপি চিন্তিত। ক্রমশ অস্তিত্বহীন হয়ে পড়ছে তারা। তাই এই তান্ডব।’ তিনি অভিযোগ করেন, দুষ্কৃতীদের কাজে লাগিয়ে বাংলার ঐতিহ্য এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করতে এই ধরনের সন্ত্রাস তৈরি করার পথে নেমেছে বিজেপি। কিন্তু মানুষ বিরোধীতা করেব। শান্তিপুর পুরসভার তৃণমূল নেতা অরবিন্দু মৈত্র বলেন, পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। আমরা ঘটনার তদন্ত চাই।’

Latest article