উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদে রবীন্দ্রনাথ ঘোষ

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি: উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করলেন প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এর হাত থেকে দায়িত্ব গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের প্রধান সচিব-সহ একাধিক সদস্য।

দায়িত্ব গ্রহণ করে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ‘আগামী দিনে উত্তরবঙ্গের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। অগ্রাধিকারের ভিত্তিতে পুরোনো কাজগুলি শেষ করা হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদে বিনয়কৃষ্ণ বর্মন ও সাবিত্রী মিত্রকে ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেছেন মুখ্যমন্ত্রী। এর সঙ্গে মোট ১২জনকে সদস্যের বোর্ড গঠন করা হয়েছে। রবিবাবু বলেন, ‘দায়িত্বভার বুঝে নিয়েছি। শীঘ্রই বোর্ড মিটিং ডেকে বিস্তারিত আলোচনা করে কাজে তালিকা তৈরি করা হবে।’

আরও পড়ুন : শুনেছিলাম, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রূপশ্রী প্রকল্পের কথা। আবেদন করে ২৫ হাজার টাকা পেয়ে যাই।

আগামী ৬ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনদিনেনর সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন। নবান্নসূত্রে জানা গিয়েছএ, উত্তরবঙ্গে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। স্বভাবতই, উত্তরবঙ্গের উন্নয়নের জন্য উন্নয়ন পর্ষদ এবং শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভলপমেন্ট অফরিটিকে কাজের অগ্রাধিকারের তালিকাও তৈরি করে দেবেন। উত্তরবঙ্গে উন্নয়ন হয় নি বলে বিজেপির যে মিথ্যা প্রচার চলছে তার জবাব দিতেই এই দুই উন্নয়ন পর্ষদ একাধিক প্রকল্প হাতে নিচ্ছে। এসডিজেএ-র নবনিযুক্ত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী একাধিক প্রকল্পের ঘোষণা করেছেন নগরোন্নয়ন দফতর ইতিমধ্যেই এসডিজেএ-কে বেশ কয়েক কোটি টাকা বরাদ্দ করেছে। সবমিলিয়েো উত্তরবঙ্গে এখন উন্নয়নের জোয়ার।

Latest article