টাকা দিয়ে ভোট কিনেছে ​বিজেপি

টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর গেরুয়া দলের কারসাজি নিয়ে সরব হন বিরোধীরা।

Must read

প্রতিবেদন : টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ বিজেপির বিরুদ্ধে৷ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের পর গেরুয়া দলের কারসাজি নিয়ে সরব হন বিরোধীরা। বিরোধীদের সেই অভিযোগ এবার মান্যতা পেল উত্তরাখণ্ড হাইকোর্টের নোটিশে। রাজ্যের অর্থমন্ত্রী তথা হৃষিকেশের বিজেপি বিধায়ক প্রেমচাঁদ আগরওয়ালের বিরুদ্ধে নোটিশ জারি করেছে উত্তরাখণ্ড হাইকোর্ট।

আরও পড়ুন-ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি সুপ্রিম কোর্টে মামলা

এক জনস্বার্থ মামলার সূত্রে এই নোটিশ। অভিযোগ, নির্বাচনের আগে রাজ্যের ত্রাণ তহবিল থেকে ৫ কোটি টাকা তুলেছিলেন প্রেমচাঁদ। পরবর্তী ক্ষেত্রে তিনি ভোটারদের প্রভাবিত করতে ওই টাকা খরচ করেন। অর্থাৎ টাকা দিয়ে ভোট কিনেছিলেন প্রেমচাঁদ। মামলার পরবর্তী শুনানি ২৫ মে৷ মন্ত্রীকে ৬ সপ্তাহের মধ্যে এই অভিযোগের জবাব দিতে হবে৷

Latest article