বিগত পাঁচ বছর সাংসদ এবং শিক্ষা প্রতিমন্ত্রী ও ছিলেন। প্রশ্নের সম্মুখীন হতে হল এবার তাকে। বাঁকুড়া (Bankura) জেলার ছাতনা বিধানসভার অন্তর্গত তেঘরি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আবির মন্ডল, বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে প্রশ্ন করেন তিনি বিগত পাঁচ বছরে কি কি উন্নয়ন করেছেন এবং পাঁচ বছরে উনাকে কখনো আসতে দেখা যায়নি কেন?
আরও পড়ুন-বিড়ালকে বাঁচাতে গিয়ে পরিবারের ৫ জনের কুয়োয় ঝাঁপ দিয়ে মৃ.ত্যু
আজ বাঁকুড়া জেলায় প্রত্যেক মানুষের মুখে একই কথা। তাহলে তো উনাকে প্রশ্ন করা যেতেই পারে যে উনি কি কি উন্নয়ন বিগত পাঁচ বছরে করেছেন কিন্তু তার জন্য ঘাড় ধাক্কা খেতে হবে এটা ভাবলে তো কোন মানুষ ভয়ে প্রশ্নই করবে না। এদিন জগন্নাথপুর গ্রামে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থী মাথা ঠিক রাখতে পারেননি কারণ গতকাল প্রচারে গিয়ে মহিলারা জলের জন্য বিক্ষোভ দেখান।
আরও পড়ুন-আদৌ কি কমিশনের অনুমতি নিয়েছে? জবাব চাইল তৃণমূল
আবির মন্ডল তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য বলেন, ‘এই মিছিলে যারা হাঁটছিলেন তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। উনি আমাকে ও আমার সঙ্গে থাকা ব্যক্তিদের প্রচণ্ড মারধর করা হয়, আমরা প্রথমে হসপিটালে গিয়ে মেডিকেল করি ও এরপর থানায় যাচ্ছি। বিষয়টি নির্বাচন কমিশন কেউ জানাবো।’
আরও পড়ুন-গদ্দারকে মানহানির মামলার হুঁশিয়ারি পার্থর
বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কেউ মারধর করেনি মহিলারা তাকে সরিয়ে দিয়েছে কিন্তু যে ভিডিওটি ভাইরাল হয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে সুভাষ সরকার ওনাকে ঘাড় ধাক্কা দিচ্ছেন। এবং কর্মীরা তাকে প্রচন্ডভাবে মারধর করছে ওখানে কোন মহিলা ছিল না। গতকাল বড়কুরা গ্রামে প্রচার করতে গেলে বিজেপি প্রার্থী মহিলাদের দ্বারা নিগৃহীত হন। তারা বলেন আগে জল তারপর ভোট। আমাদের গ্রামে এত জলের কষ্ট আপনি কোথায় ছিলেন পাঁচ বছর। কেন্দ্র সরকারের মিথ্যা প্রতিশ্রুতির মত নিজের মুখ বাঁচাতে সুভাষ সরকার মিথ্যে কথা বলছেন।’