বিড়ালকে বাঁচাতে গিয়ে পরিবারের ৫ জনের কুয়োয় ঝাঁপ দিয়ে মৃ.ত্যু

অনেকদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল কুয়োটি। সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। এর ফলেই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল।

Must read

মহারাষ্ট্রের (Maharastra) আহমেদনগরে (Ahmednagar) একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল ৫ জনের। সূত্রের খবর, বিড়ালকে বাঁচানোর জন্য একটি পরিতক্ত একটি কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন ৫ জন। তারপরেই এমন এক পরিণতি হল। স্বাভাবিকভাবেই এমন একটি ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়ে গিয়েছে মহারাষ্ট্রে। পুলিশের তরফে জানানো হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে ৫ জন মারা গিয়েছেন। আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আরও পড়ুন-আদৌ কি কমিশনের অনুমতি নিয়েছে? জবাব চাইল তৃণমূল

অনেকদিন ধরেই পরিত্যক্ত অবস্থায় ছিল কুয়োটি। সেখানে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছিল। এর ফলেই বিষাক্ত গ্যাস তৈরি হয়েছিল। যদিও সেই পরিবারের ধারণা ছিল না যে ভেতরে কোন সমস্যা থাকতে পারে। তারা বিড়ালকে বাঁচানোর জন্য কুয়োয় নেমে যায়। প্রথমে একজন কুয়োয় নামেন। তিনি আর কুয়ো থেকে উঠে আসেনা বলেই পরেরজন কুয়োয় নামেন। এরপর আরও ৩ জন কুয়োয় নামেন। কেউই কুয়ো থেকে উঠে আসেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। উদ্ধারকারী দলও সেখানে পৌঁছয়। এরপর কুয়ো ৫ জনের মৃতদেহ উদ্ধার করে।

আরও পড়ুন-শপথ নেওয়ার পর শান্তনুর বিরুদ্ধে সরব মমতাবালা

উল্লেখ্য, এদিনের ঘটনায় মোট ৬ জন কুয়োয় নেমেছিলেন। একজনকে জীবিত অবস্থায় উদ্ধার সম্ভব হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। মৃতদের নাম হল- মানিক গোবিন্দ কালে, সন্দীপ মানিক কালে, বাবলু অনিল কালে, অনিল বাপুরাও কালে এবং বাবাসাহেব গায়কওয়াড়।

Latest article