সংবাদদাতা, আলিপুরদুয়ার : বিধানসভা ভোটের আগেই তলায় তলায় রাম-বাম জোটের খবর রটেছিল। এর পুরোটাই যে ভিত্তিহীন নয়, একাধিক ঘটনায় তা প্রমাণিত। সাম্প্রতিক সাক্ষী থাকল আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তবর্তী কুমারগ্রাম গ্রামপঞ্চায়েত। বিজেপি বামেদের সঙ্গে হাত মিলিয়ে ৯ সেপ্টেম্বর বিডিও মিহির কর্মকারের কাছে প্রধান তিমির দাসের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা করেন। যদিও তাঁরা তলবিসভায় হাজির হননি। ব্লক প্রশাসন ২৪ সেপ্টেম্বর, শুক্রবার, তলবিসভার আয়োজন করে। নির্দিষ্ট সময়ের পরও ঘণ্টা দেড়েক অপেক্ষা করে ওই সভা বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার তথা বিডিও মিহির কর্মকার। তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি ধীরেশ রায় বলেন, ‘কুমারগ্রামের মানুষের স্বতঃস্ফূর্ততা দেখে বাম-বিজেপির অনৈতিক জোট ভয় পেয়ে তলবিসভায় হাজির হননি। অনাস্থার নাটক ফ্লপ হয়েছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে, এটাই আরও একবার প্রমাণিত।’