বাঁধ মেরামতি শুরু পটাশপুরে

Must read

শান্তনু বেরা, পটাশপুর : কেলেঘাই নদীর বাঁধ সংস্কারে কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের জলভাসি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেচমন্ত্রীর নির্দেশে শুক্রবার থেকে শুরু হচ্ছে পটাশপুর ১ ব্লকের তালছিটকিনিতে ভেঙে যাওয়া কেলেঘাই নদীর বাঁধ সংস্কারের কাজ। জোড়া ঘূর্ণাবর্তের জেরে রাজ্যে ফের অতিবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আবার বৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, এমনটা অনুমান করে কেলেঘাইয়ের সেই ভেঙে যাওয়া বাঁধ মেরামতের নির্দেশ দিয়েছে নবান্ন। মুখ্যসচিব বুধবার ভিডিও কনফারেন্সও করেছেন। সাতদিনের মধ্যে এই বাঁধ মেরামতের কাজ শেষ করার টার্গেট নিয়েছে সেচ দফতর। সেচমন্ত্রী এবং জেলাশাসক পূর্ণেন্দু মাজি আলাদা করে আলোচনা করেছেন।

আরও পড়ুন :রাম-বাম আঁতাত, ফ্লপ অনাস্থা

সেচমন্ত্রী জানান, ‘‘কেলেঘাই নদীর স্রোত ও জলস্তর অনেকটা রয়েছে। তার মধ্যে বাঁধ মেরামতের কাজ বেশ চ্যালেঞ্জিং। হাজার হাজার জলভাসি মানুষের কথা ভেবে শুক্রবার থেকে এই কঠিন কাজ শুরু করছে সেচ দফতর। বৃহস্পতিবার পটাশপুরের তালছিটকিনি গ্রামের সেই কেলেঘাইয়ের ভাঙা বাঁধের স্থানটি পরিদর্শন করেন সেচ দফতরের চিফ ইঞ্জিনিয়ার সুব্রত চট্টোপাধ্যায়। ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি, জেলা পুলিশ সুপার অমরনাথ কে, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, এগরার মহকুমা শাসক সম্রাট মণ্ডল প্রমুখ।

Latest article