প্রতিবেদন : ‘‘সিপিএমের কমরেডরা বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্তে নেমেছে।’’ এই কথা বলে দলের কর্মীদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এক হয়ে কাজ করার ডাক দিয়ে গেলেন মন্ত্রী ডাঃ মানসরঞ্জন ভুঁইয়া। আগামী ১৮-১৯ মে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক সভা আছে তাঁর। তার আগে মানসবাবু জেলার অপর মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং জেলা নেতাদের নিয়ে পরপর প্রস্তুতিসভা করে গেলেন।
আরও পড়ুন-চাঁদেই অঙ্কুরিত
ঝাড়গ্রাম, জামবনি, সাঁকরাইল থানা এলাকার সেই সব সভায় কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার ডাক দিলেন। বৃহস্পতিবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা হাইস্কুল প্রাঙ্গণে প্রস্তুতিসভায় ছিলেন দুই মন্ত্রী ছাড়াও জেলা তৃণমূল সভাপতি বিধায়ক দেবনাথ হাঁসদা, প্রাক্তন সাংসদ ডাঃ উমা সরেন, বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত, বিধায়ক দুলাল মুর্মু, সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি কমলকান্ত রাউত প্রমুখ। ১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামে দলের নেতা-কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে সভা করবেন মুখ্যমন্ত্রী। তার আগে প্রস্তুতিসভার আয়োজন করা হয়।
আরও পড়ুন-সরকারি বোর্ড লাগানো নীল বাতির গাড়ি নিয়ে ভুয়ো জিএসটি অফিসার ধৃত
সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাদের উদ্দেশে মানসবাবু বলেন, ‘‘১৯ মে ঝাড়গ্রাম স্টেডিয়ামকে মমতাময় করে তুলতে হবে। গোপীবল্লভপুর ও সাঁকরাইলের শান্তি ও উন্নয়নকে অব্যাহত রাখতে হবে। মুখ্যমন্ত্রীর পাশে থাকতে হবে।’’ বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব-অভিযোগ শোনা এবং সমাধান করার নির্দেশ দেওয়ার পাশাপাশি তীব্র ভাষায় সিপিএমকে আক্রমণ করেন তিনি। বলেন, ‘‘সিপিএমের কমরেড ও হার্মাদরা এখন বিজেপির পতাকা হাতে তুলে শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত শুরু করেছে। বামফ্রন্ট আমলে কত মানুষ খুন হয়েছে। কত মানুষের হাত কেটেছে। চোখ তুলে নিয়ে রক্তের হোলিখেলা চলেছিল। এখন ওরা হয়েছে বিজেপির নেতা।’’
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…