চাঁদেই অঙ্কুরিত

Must read

১৯৬৯ সালে চাঁদ (Moon) থেকে মাটি সংগ্রহ করে এনেছিলেন দুই মহাকাশচারী নীল আর্মস্ট্রং ও এডুইন অলড্রিন। প্রায় পাঁচ দশক সেই মাটি সংরক্ষণ করে রাখা হয়েছিল। সেই মাটিতেই সম্প্রতি পরীক্ষামূলক ভাবে পোঁতা হয়েছিল বীজ। সেই বীজ অঙ্কুরিত হয়েছে। বেড়ে উঠছে নতুন চারাগাছ। চাঁদের মাটিতে এভাবে চারাগাছ গজিয়ে উঠতে দেখে অবাক হয়ে গিয়েছেন বিজ্ঞানীরাও। কারণ তাঁরা ভেবেছিলেন চাঁদের (Moon) মাটিতে বুঝিবা কোনও প্রাণের সঞ্চার হওয়ার আশা নেই। ইউনিভার্সিটি অফ ফ্লোরিডার কৃষি বিভাগের অধ্যাপক রবার্ট ফার্ল বলেছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না চাঁদের মাটিতে বীজ থেকে চারাগাছ বেড়ে উঠছে। তবে বীজ থেকে চারা বের হলেও তার বৃদ্ধির গতি খুবই কম বলে গবেষকরা জানিয়েছেন।

আরও পড়ুন: ঠাট্টা না সত্যি, প্রশ্ন

Latest article