প্রতিবেদন : ভোটের সময় বাংলায় এসে বিভাজনের রাজনীতি করে বিজেপি। তারপর জিতলে আর উন্নয়নের কাজ করে না। পুরুলিয়ার মঞ্চ থেকে বিজেপিকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তৃণমূল সুপ্রিমো (CM Mamata Banerjee) এদিন বলেন, আগের বারও এখান থেকে বিজেপি জিতে গিয়েছিল। জিতে যাওয়ার পরে কি কিছু করেছিল? ওরা শুধু ইলেকশনের আগে এসে ভয় দেখাবে। কিছু টাকা-পয়সা দেবে। আর কিছু মিথ্যে নোংরা নোংরা কথা বলবে। আপনারা শুনবেন না ওদের কথা। ভোট হয়ে গেলেই ওরা পালিয়ে যাবে। আমরা কিন্তু বাংলায় ৩৬৫ দিনই থাকব। তাঁর অভিযোগ, ভোটের সময় ওরা এসে বলবে ১৫ লক্ষ টাকা দেব। কিন্তু ভোট চলে গেলে ওরা আর কিছু করবে না। ওদের সঙ্গেই মিশে আছে সিপিএম আর কংগ্রেস। ওরাও বড় বড় কথা বলে, কিন্তু কেউ কোনও কাজ করে না। আমি কথা দিলে কথা রাখি। মানুষের জন্য কাজ করি।
আরও পড়ুন-বাংলাকে বঞ্চনা নিয়ে তীব্র ক্ষোভ, দিল্লিতে গর্জে উঠল তৃণমূল