প্রতিবেদন : তাঁর বিরুদ্ধে এফআইআর করা হবে বলে বিজেপি যে হুমকি দিয়েছে তা সপাটে উড়িয়ে মোক্ষম জবাব দিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। রবিবার নিজের এক্স হ্যান্ডলে পরপর ২টি পোস্ট করেন মহুয়া। সেখানে বিজেপিকে তীব্র কটাক্ষ করেন সাংসদ। লোকসভার এথিক্স কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে আদানি— সবাইকেই নিশানা করেন তিনি।
আরও পড়ুন-বিরাটের জন্মদিনে সিএবি দিচ্ছে সোনার ব্যাট, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর
এদিকে জানা গিয়েছে, মহুয়া মৈত্রের বিষয় নিয়ে আগামী ৭ নভেম্বর বৈঠকে বসছে সংসদের এথিকস কমিটি। বৈঠকের আলোচ্যসূচি হল সাংসদের বিরুদ্ধে ওঠা অভিযোগের খসড়া প্রতিবেদনটি বিবেচনা এবং গ্রহণ করা। ১৫ সদস্যের এই এথিক্স কমিটিতে সংখ্যাগরিষ্ঠ বিজেপি। ফলে পক্ষপাতদুষ্ট ও একপেশে সিদ্ধান্ত হওয়ারই সম্ভাবনা থাকছে।
আরও পড়ুন-বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে থানায় মানহানির অভিযোগ
রবিবার দুপুরে এক্স হ্যান্ডলে প্রথম পোস্টে মোদির দলকে মোক্ষম খোঁচা দেন মহুয়া। তিনি লেখেন, এটা জেনে আমি শিহরিত হচ্ছি যে বিজেপি আমার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার কথা ভাবছে। তাদের স্বাগত জানাচ্ছি। এরপরেই তৃণমূল সাংসদ ১৩ হাজার কোটি টাকার কয়লা দুর্নীতির অভিযোগে শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের এফআইআর দায়ের কার দাবি জানান। এর কিছুক্ষণ পর আর একটা পোস্ট করেন মহুয়া। সেখানে এথিক্স কমিটির বৈঠকে তাঁকে অপ্রাসঙ্গিক প্রশ্ন করা হয়েছে বলে সরব হন সাংসদ। লেখেন, চেয়ারম্যানের সস্তা, অপ্রাসঙ্গিক প্রশ্ন, বিরোধীদের প্রতিবাদ, আমার প্রতিবাদ সবকিছু সরকারি ভাবে নথিভুক্ত আছে। তার প্রতিলিপি আমার কাছে রয়েছে।