বিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে থানায় মানহানির অভিযোগ

তাঁর করা এফআইআরের সমালোচনা করেছেন, এমনকী পুলিশেরও সমালোচনা করেছেন সুদীপ্তর এফআইআর গ্রহণ করার জন্য।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : বাঙালি জাতিকে অপমান এবং ব্যক্তিগত মানহানির অভিযোগ তুলে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করলেন বিশ্বভারতীর অর্থনীতির অধ্যাপক সুদীপ্ত ভট্টাচার্য। ২ নভেম্বরের তারিখ দেওয়া সেই অভিযোগপত্রে সুদীপ্ত জানিয়েছেন, বিশ্বভারতীর ওয়েবসাইটে বাঙালি জাতিকে অপমান করার অভিযোগে তিনি এফআইআর করেছিলেন। তার জেরে এক বেসরকারি ইউটিউব চ্যানেলে উপাচার্য বাঙালির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন এবং সুদীপ্তর করা এফআইআর নিয়ে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে উপাচার্য বিদ্যুতের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করেছেন।

আরও পড়ুন-বিজেপি রাজ্যের স্কুলেই যৌন হেনস্তা ছাত্রীদের

তাঁর করা এফআইআরের সমালোচনা করেছেন, এমনকী পুলিশেরও সমালোচনা করেছেন সুদীপ্তর এফআইআর গ্রহণ করার জন্য। উপাচার্যের আত্মপক্ষ সমর্থনে খাড়া করা যুক্তির প্রেক্ষিতেই এই অভিযোগ। উল্লেখ্য, ইতিমধ্যে এই এফআইআর নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উপাচার্য। যদিও হাইকোর্ট পুলিশি তদন্ত চলবে এবং উপাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানায়। আগামী বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি হতে পারে। এদিকে উপাচার্যের কার্যকালের মেয়াদ ফুরিয়ে যাওয়ার মুখে। তার মধ্যে বিভিন্ন আইনি জটিলতার মধ্যে তাঁকে পড়তে হচ্ছে।

Latest article