‘সত্যের সামনে দাঁড়াতে ভয়’ ফের এক্সে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

উল্লেখ্য, আজ রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠক। সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা সি ভি আনন্দ বোসের।

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) সঙ্গে বৈঠকে রাজ্যপাল তাঁদের আশ্বাস দিয়েছেন, তিনি এ বিষয়ে দিল্লিতে কথা বলবেন। সোমবার সন্ধেতেই রাজধানী (Delhi) গিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। প্রতিশ্রুতি পেয়ে সৌজন্য রক্ষা করার দায় থেকে ধরনা তুলে নিয়েছে তৃণমূল কংগ্র্রেস। অভিষেক জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি বলেছেন, ‘যেহেতু রাজ্যপাল সৌজন্য দেখিয়েছেন, বাংলারও সৌজন্য দেখানো উচিত।’ তবে এখানেই শেষ নয়, অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, ৩১ অক্টোবরের ভিতরে বঞ্চিতদের সুরাহা না হলে, সদুত্তর’ না পেলে ১ নভেম্বর থেকে ফের আন্দোলন শুরু হবে।’

আরও পড়ুন-লাদাখে তুষারধসে মৃত ১ জওয়ান, নিখোঁজ ৩

এদিন নিজের এক্স হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রর করা একটি পোস্টার প্রসঙ্গ তুলে লেখেন, ‘বিজেপির জমিদাররা বারবার আমাদের প্রশ্ন এড়িয়ে গেছে, আমাদের সত্যের সামনে দাঁড়ানোর সাহসের অভাব ছিল তাদের। এভাবে ক্রমাগত এড়িয়ে যাওয়া ধুয়ে তাদের মিথ্যাচার প্রকাশ্যে তুলে ধরছে।’

আরও পড়ুন-শুরুটা একটু উদ্ভট ধরনের হয়েছিল, বললেন বিরাট

উল্লেখ্য, আজ রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠক। সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা সি ভি আনন্দ বোসের। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সেই বৈঠকের বক্তব্যই অমিত শাহকে জানাবেন বোস।

 

Latest article