প্রতিবেদন : শেষ পাঁচ বছরে গুজরাতে ইলেকটোরাল বন্ড বাবদ যে টাকা জমা পড়েছে তার ৯৪ শতাংশই গিয়েছে বিজেপির ঝুলিতে। রাজনৈতিক দলগুলিকে চাঁদা দেওয়ার বিষয়টিতে স্বচ্ছতা আনতে চালু হয়েছিল এই ইলেকটোরাল বন্ড। সাধারণত বিভিন্ন বড় সংস্থা রাজনৈতিক দলগুলিকে সাহায্য করতে ইলেকটোরাল বন্ড কিনে থাকে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বন্ড বিক্রি করে থাকে।
আরও পড়ুন-সোমালিয়ার হোটেলে হামলা, মৃত ৫
পরিসংখ্যান বলছে, শেষ পাঁচ বছরে গুজরাতে ইলেকটোরাল বন্ড বাবদ ১৭৪ কোটি টাকা জমা পড়েছে। এই টাকার ৯৪ শতাংশ বা ১৬৩ কোটি পেয়েছে বিজেপি। রাজ্যে গেরুয়া দলের প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেস পেয়েছে মাত্র সাড়ে ১০ কোটি টাকা। অন্যদিকে গুজরাতের ময়দানে প্রথমবার লড়াইয়ে নেমে আম আদমি পার্টি পেয়েছে ৩২ লাখ টাকা। অন্যান্য সব দল রাজনৈতিক দল মিলে পেয়েছে ২০ লাখ টাকা। রাজ্যের বিভিন্ন সংস্থা ছাড়াও সর্বভারতীয় স্তরের বহু সংস্থাও গুজরাতের ইলেকটোরাল বন্ড কিনেছে। জাতীয় স্তরের বিভিন্ন সংস্থা গুজরাতের জন্য ইলেকটোরাল বন্ড বাবদ জমা করেছে ১৫৭১ কোটি টাকা। যার মধ্যে বিজেপি পেয়েছে ১৫১৯ কোটি টাকা। তথ্য জানার অধিকার আইনে করা এক প্রশ্নের উত্তরে এই পরিসংখ্যান দিয়েছে স্টেট ব্যাঙ্ক।
আরও পড়ুন-কলেজিয়াম নিয়ে আইনমন্ত্রীর মন্তব্য, ক্ষোভ জানাল সুপ্রিম কোর্ট
কেন্দ্রের মোদি সরকার এই বন্ড চালু করলেও বিরোধী দলগুলি একাধিকবার অভিযোগ করেছে, মোদিকে সন্তুষ্ট করতেই বিভিন্ন কর্পোরেট সংস্থা পদ্ম শিবিরকে বিপুল অর্থ দিয়েছে। এই অর্থ দেওয়ার বিনিময়ে তারা সরকারের কাছ থেকে কর ছাড়, ঋণ মকুব-সহ নানা অন্যায়-অনৈতিক সুবিধা আদায় করছে। দলীয় তহবিলকে পুষ্ট করতে গিয়ে দেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে বিজেপি ও মোদি। ভোটে জিতে বা অন্যায়ভাবে বিরোধী দলের বিধায়ক ভাঙিয়ে বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করতেই বিজেপি এই টাকা খরচ করছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…