কলেজিয়াম নিয়ে আইনমন্ত্রীর মন্তব্য, ক্ষোভ জানাল সুপ্রিম কোর্ট

হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য খারিজ করে দিল সুপ্রিম কোর্ট

Must read

নয়াদিল্লি : হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগের কলেজিয়াম পদ্ধতি নিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্য খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। সোমবার বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং এ এস ওকার বেঞ্চ কলেজিয়ামের সুপারিশ অনুযায়ী বিচারপতি নিয়োগ নিশ্চিত করতে বিচারবিভাগীয় আদেশ দেওয়ার কথা বলে কেন্দ্রীয় সরকারকে সতর্ক করেছে। সুপ্রিম কোর্ট এদিন বিচারক নিয়োগের কলেজিয়াম পদ্ধতি সম্পর্কে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করে। পাশাপাশি উচ্চ আদালতে বিচারপতি নিয়োগে কেন্দ্রের বিলম্বের বিষয়টিও উল্লেখ করে। বিচারপতি সঞ্জয় কিসান কাউল কেন্দ্রের প্রতিনিধিত্বকারী অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানিকে বলেছেন, মিডিয়া রিপোর্ট অগ্রাহ্য করা যায়, কিন্তু কলেজিয়াম সম্পর্কে মন্তব্যটি কেন্দ্রের উচ্চপদে আসীন একজনের একটি সাক্ষাৎকারে এসেছে। যদি আমাদের কিছু করতে হয়, আমরা সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন-প্রশাসনের হুমকি উপেক্ষা করেই তীব্র হচ্ছে শি–বিরোধী বিক্ষোভ

সম্প্রতি এক মিডিয়া সামিটে আইনমন্ত্রী রিজিজু বলেছিলেন, কেন্দ্রীয় সরকারকে কলেজিয়াম দ্বারা প্রণীত ‘সুপারিশের উপর বসে থাকার’ জন্য অভিযুক্ত করা যায় না এবং বিচারপতিদের সংস্থা (কলেজিয়াম) আশা করতে পারে না যে সরকার সমস্ত সুপারিশ মেনে নেবে। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, গ্রাউন্ড রিয়েলিটি হল নামগুলি অনুমোদন করা হচ্ছে না। ফলে নিয়োগ করা যাচ্ছে না। এই অবস্থায় সিস্টেম কীভাবে কাজ করবে? কিছু নাম গত দেড় বছর ধরে ঝুলে আছে। আদালতের পর্যবেক্ষণ, সরকার কখনও নাম আটকে রাখছে আবার কখনও সুপারিশ তালিকা থেকে কিছু নাম তুলে নেওয়া হয়। এভাবে চলতে পারে না।

Latest article