প্রতিবেদন : পুরভোটের ফলাফল নিয়ে বিরোধীদের তোপ পার্থ চট্টোপাধ্যায়ের।
বুধবার তিনি বলেন কোনও বিরোধী দলনেতা হবে না। পুরভোটের ফলাফল নিয়ে কটূক্তি করায় বিরোধীদের ধুয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বুধবার নাকতলায় দলের মহাসচিব ভোট প্রসঙ্গে বলেন, কলকাতা পুরসভায় কোনও বিরোধী দলনেতা থাকবে না। ‘বামেরা ২৯৪ আর আমরা ৩০’ এই অবস্থা থেকে এই জায়গায় এসেছি মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করে।
আরও পড়ুন-বিয়ে, সম্পত্তি নিয়ে অর্জুনকে আবারও সমন
এমনি এমনি হয়নি। সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে কার্যত তুলোধনা করে পার্থ বলেন, বিকাশ ভট্টাচার্য বড় বড় কথা বলছেন ২০০৫ সালে ভাঙা পা নিয়ে ভোট লুঠ করেছিলেন মনে নেই? শুধু কথা বললেই হয় না। বিরোধীদের কোনও সংগঠন ছিল না। কর্মসূচি ছিল না। ওরা কী করে আশা করেন জিতবেন। মানুষ ওদের প্রত্যাখ্যন করেছেন। এদিন বিজেপিকেও একহাত নিয়েছেন দলের মহাসচিব। বলেছেন, পুরো দলটাই কোমায় চলে গিয়েছে।
আরও পড়ুন-আনন্দের বার্তা নিয়ে ক্রিসমাস কার্নিভাল
বিধানসভায় ওরকম হার। পুরসভাতেও তাই। শুধু বাইরে থেকে লোক এনে বাংলায় রাজনীতি হয় না। আগে ওরা মানুষের পাশে থাকুক। তথাগত রায় যা বলেছেন ঠিক বলেছেন। শুধু কুৎসা করে হয়না। মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর মানুষের পাশে থাকেন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন। সারা বছর দেখা যাবে না ভোট আসলেই দাঁড়িয়ে পড়ব এরকম মানসিকতা থাকলে জামানত জব্দ হবেই।