আনন্দের বার্তা নিয়ে ক্রিসমাস কার্নিভাল

Must read

মানস দাস, মালদহ : শুধু কলকাতায় নয়, বড়দিন থেকে বর্ষবরণ কার্নিভাল হবে জেলা জুড়ে। আনন্দের বার্তা দিয়ে এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর নির্দেশ মতো কোভিডবিধি মেনে মালদহ জেলায় অনুষ্ঠিত হবে বড়দিন উপলক্ষে কার্নিভাল। সৌজন্যে ইংরেজবাজার পুরসভা। জোরকদমে চলছে তোড়জোড়। রঙবেরঙের ঝলমলে আলো আর ক্রিসমাস ট্রি মিলিয়ে সেজে উঠবে ইংরেজবাজার শহরের ফোয়ারা মোড়। বাজবে জিঙ্গল বেলের গীতিকথা। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চেপে রাস্তা পরিক্রমা করবে সান্তাক্লজ। ঘোড়াগাড়ি থেকেই সান্তাক্লজ কচিকাঁচাদের বিতরণ করবে চকোলেট। থাকবে সেলফি জোন। বসবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি হরেকরকম খাবারের পশরা। কার্নিভালকে সাফল্যমণ্ডিত করতে এরকম তাকলাগানো নানান কর্মসূচির আয়োজন করছে ইংরেজবাজার পুরসভা। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত লাগাতার আটদিন ধরে চলবে কার্নিভাল পর্ব।

আরও পড়ুন : দুর্গাপুরে সিনার্জিতে ব্যাপক সাড়া শিল্পপতিদের দক্ষিণবঙ্গে ৩০ হাজার কর্মসংস্থান

ইংরেজবাজার পুরসভা সূত্রে জানা গেছে, দুই বছর পর ফের কার্নিভালের আসর বসছে। স্বাভাবিকভাবেই এবারের কার্নিভাল নিয়ে শহরবাসীর মাঝে অতিরিক্ত উচ্ছ্বাস-উদ্দীপনা থাকবে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মোট ৭০টি স্টল থাকবে। যেখানে পেস্ট্রি, কেক, চপ-সহ নানান খাদ্যসামগ্রীর স্বাদ নিতে পারবেন শহরবাসীরা। শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলি আলোকসজ্জায় মুড়ে ফেলা হবে। রাস্তার দুপাশে বসবে শতাধিক ক্রিসমাস ট্রি। এমনই জাঁকজমকপূর্ণ সহকারে বসবে কার্নিভালের আসর। কোভিডবিধি মেনেই অনুষ্ঠিত হবে কার্নিভাল। আট দিনই থাকছে বহিরাগত ও স্থানীয় শিল্পী সমন্বয়ে রকমারি গানের অনুষ্ঠান। বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে একাধিক পরিকল্পনা নিয়েছে ইংরেজবাজার পুরসভা। প্রশাসক সুমালা আগরওয়ালা জানান, মুখ্যমন্ত্রীর সৌজন্যে ফের মালদহ শহরে কার্নিভাল অনুষ্ঠিত হবে। নানান কর্মসূচির মধ্য দিয়ে বড়দিন ও নতুন বছরকে স্বাগত জানাতে একাধিক পরিকল্পনা নিয়েছে পুরসভা।

Latest article