প্রতিবেদন : ছিলেন বিজেপি প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পথে সকলকে চমকে দিয়ে দলবদল। সটান তৃণমূলে। প্রার্থীর নাম পিন্টু মুখোপাধ্যায়। এই পিন্টুকে নিয়েই এখন তোলপাড় আসানসোল পুরসভার ২৫ নম্বর ওয়ার্ড। পিন্টুর এই নাটকীয় পরিবর্তনে কার্যত মুখ দেখাতে পারছে না গেরুয়া শিবির। বিপাকে পড়ে তারা এখন বলছে, যে পিন্টু তৃণমূলে যোগ দিয়েছেন, তিনি তাদের প্রার্থী নন। তাঁদের প্রার্থী অন্য পিন্টু। প্রশ্ন, কোথায় গেল সেই পিন্টু? সর্বশেষ খবর, ‘অনেক চেষ্টা’ করেও নিজেদের পিন্টুকে এখনও প্রকাশ্যে হাজির করাতে পারেনি বিজেপি।
আরও পড়ুন-মা মাটি মানুষের গানে শিল্পী
সব মিলিয়ে পুরসভা নির্বাচনের মুখে এসে পিন্টুকে ‘খুঁজতে’ গিয়ে কার্যত দিশাহারা স্থানীয় বিজেপি নেতৃত্ব। এর মধ্যে মনোনয়ন জমা দেওয়ার শেষদিনও পেরিয়ে গিয়েছে। ওই ওয়ার্ডে বিজেপি কোনও প্রার্থীই দিতে পারেনি। আসানসোল পুরসভার ১০৬টি ওয়ার্ডের মধ্যে ১০২টিতে প্রার্থী দিয়েছে। সোমবার ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষদিন। পিন্টুও মনোনয়ন জমা দিতে এসডিও অফিসে যাচ্ছিলেন। পিন্টু মনোনয়ন জমা না দিয়ে সটান চলে যান আপকার গার্ডেনে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে। সেখানে গিয়ে হাতে তুলে নেন তৃণমূল কংগ্রেসের পতাকা। ততক্ষণে মনোনয়ন জমা দেওয়ার সময়ও পেরিয়ে গিয়েছে। তৃণমূলে যোগ দিয়ে পিন্টু মুখোপাধ্যায় বলছেন, অন্য কেউ পিন্টু নেই। আমিই সেই পিন্টু। নিজের ইচ্ছায় দলবদল করেছি।