মা মাটি মানুষের গানে শিল্পী

পেশায় হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইতিহাসের অধ্যাপক হলেও সংগীত জগতে তাঁর বিচরণ প্রায় ৬০ বছর।

Must read

অনীশ ঘোষ : ‘দেশ কি শুধু মাটি নিয়ে/মানুষ নিয়ে নয়?/মানুষ যদি সুখে বাঁচে/তবেই দেশটা সুখের হয়…/এই মাটিতেই জন্ম নিয়ে/ধন্য মানুষ কর্ম নিয়ে/মাটি যে মা, মা যে মাটি/মাটি কোল পেতে যে লয়/তবে দেশটা সোনার হয়…’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও স্লোগানকে ভরসা করে মা-মাটি-মানুষের গান লিখে, নিজেই সুর করলেন আধুনিক বাংলা গান ও আকাশবাণীর প্রবীণ গীতিকার-সুরকার, রম্যগীতি থেকে রবীন্দ্রগানের খ্যাত শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়। বয়স ৮০ পেরিয়েছে তাঁর।

আরও পড়ুন-আজ নিরাপত্তা বৈঠকে কমিশন

এই অবস্থাতেও ছাড়েননি সংগীতের প্রতি জীবনভর ভালবাসা। পেশায় হাওড়ার নরসিংহ দত্ত কলেজের ইতিহাসের অধ্যাপক হলেও সংগীত জগতে তাঁর বিচরণ প্রায় ৬০ বছর। উত্তমকুমার অভিনীত সুপারহিট ছবি ‘বাঘবন্দী খেলা’য় তাঁর সুরে গেয়েছেন মান্না দে ও হেমন্ত মুখোপাধ্যায়। সে গান ফিরেছে মানুষের মুখে মুখে। টালা পার্কে মান্না দে-র এক অনুষ্ঠানে শিল্পী ছিলেন দীপঙ্করবাবুও। জ্ঞানপ্রকাশ ঘোষের অত্যন্ত স্নেহভাজন ছিলেন জেনে মান্না দে বললেন, ‘‘আপনিই দীপঙ্কর চট্টোপাধ্যায়! আজ সকালেই রেডিওতে ‘মনের মতো গান’ অনুষ্ঠানে আপনার গান শুনলাম। জ্ঞানবাবুর যে কম্পোজিশনটা গাইলেন, সেটা আমারও খুব প্রিয়। কাকা গাইতেন।

কত অনুষ্ঠানে কাকার সঙ্গে এই গানে আমি হারমোনিয়াম বাজিয়েছি।’’ আলাপ জমে উঠতে ভয়ে ভয়ে দীপঙ্করবাবু তাঁকে অনুরোধ জানান রেডিওর জন্য তাঁর কথা ও সুরের কয়েকটি গান গাওয়ার জন্য। গান শুনে তিনি মুম্বই থেকে চিঠি দিলেন, রাজি। রেডিওর জনপ্রিয় ‘এ মাসের গানে’ মান্নাবাবু গাইলেন তাঁর তিনটি গান।

Latest article