প্রতিবেদন : দলে বিদ্রোহ। বিক্ষোভও। এই সব ধামাচাপা দিতেই এবার বিজেপি তাদের দুটি অফিসেই সাংবাদিকদের প্রবেশের অনুমতি বন্ধ করল। যে বিজেপি গণতন্ত্রের কথা বলে। তারাই নোটিশ ঝুলিয়ে নিষেধাজ্ঞা জারি করেছে। এ নিয়ে তোলপাড় বিজেপির অন্দরমহল। মুরলীধর সেন লেন ছাড়াও হেস্টিংস অফিসেও ওই নোটিশ ঝোলানো হয়েছে। আর এই নোটিশ নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি রাজ্য বিজেপি নেতৃত্ব। শুধু তাই নয়, বসানো হয়েছে লোহার গেট, যা অতীতে কেউ কখনও দেখেনি।
আরও পড়ুন : ওমিক্রনের ধাক্কায় স্থগিত আন্তর্জাতিক বিমান পরিষেবা, মুম্বই বিমানবন্দরে লাগু পাঁচ নিয়ম
সূত্রের খবর, বর্তমান রাজ্য সভাপতির নির্দেশেই এই নিষেধাজ্ঞা। বিজেপি দফতরে বরাবরই সাংবাদিকদের জন্য অবারিত দ্বার ছিল। কিন্তু এখন নতুন নিয়ম। একতলায় সংবাদমাধ্যমের জন্য ঘর নির্দিষ্ট করা আছে। সেখানেই সীমাবদ্ধ থাকবে তাদের যাতায়াত। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, সম্প্রতি দলের প্রার্থী কেনাবেচা নিয়ে তুমুল জলঘোলা হয়েছে। অভিযোগ উঠেছে, টাকা দিয়ে প্রার্থিপদ কেনাবেচা হয়। এমনকী, বিজেপির ভার্চুয়াল বৈঠক থেকে এই ইস্যুতে চূড়ান্ত রাগ দেখিয়ে বেরিয়ে যান নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। বিজেপি দফতরের সামনে মাঝেমধ্যেই কর্মী বিক্ষোভ হচ্ছে। ভিতরের কথা চলে আসছে বাইরে। অস্বস্তিতে পড়তে হচ্ছে দলীয় নেতৃত্বকে। সেই বিড়ম্বনা ঢাকতেই নাকি নয়া ফরমান।