সংবাদদাতা, নৈহাটি : বাংলায় পরিকল্পিতভাবে অশান্তি লাগানোর জন্য ভারতীয় জনতা পার্টি মুঙ্গের থেকে অস্ত্রধারী ছেলে নিয়ে আসছে। সেটা ঠেকানোর জন্য মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বাহিনীর। তবে বিজেপিকে বুঝতে হবে, বাংলার মাটি সর্বধর্মসমন্বয়ের মাটি। বিভাজনের রাজনীতি বাংলার মানুষ মেনে নেবে না। একটি রাজনৈতিক দল ভগবানের নাম করে বাংলার মাটি ও ভগবান রামচন্দ্রের নাম কলুষিত করার চেষ্টা করছে।
আরও পড়ুন-মোবাইলের সঙ্গে লড়াই ফটোগ্রাফারদের
মুখ্যমন্ত্রী মানুষের জন্য কাজ করছেন, তাঁর হাত শক্ত করতেই নৈহাটির বিভিন্ন মন্দির-মসজিদে পুজো দিয়ে শুক্রবার এই মন্তব্য করেন নৈহাটির বিধায়ক তথা সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর সঙ্গে ছিলেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়, সনৎ দে ও একাধিক তৃণমূল নেতা। পার্থ বলেন, মুখ্যমন্ত্রী বড়মার পুজো দিতে আসা মানুষের যাতে অসুবিধা না হয় তার জন্য অরবিন্দ রোড় চওড়া করেছেন, হকার মার্কেট করে দিয়েছেন, বৈদ্যুতিক তার মাটির তলা দিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। উনি ধর্ম নিয়ে রাজনীতি করায় বিশ্বাসী নন। সব ধর্মকেই সম্মান জানিয়ে প্রত্যেক ধর্মস্থানের সমস্যার সমাধানে সচেষ্ট থাকেন। তাই আজ মন্দির, মসজিদে গিয়ে প্রার্থনা করেছি, যাতে বাংলার উন্নয়ন-কাজে ওঁর হাত শক্ত হয়।