প্রতিবেদন : উচ্চশিক্ষার জন্য যেমন ইংরেজি ভাষা শেখানো প্রয়োজন, বাংলা ভাষাও একই গুরুত্ব দিয়ে শেখাতে হবে। বেঙ্গল চেম্বার অফ কমার্সে শিক্ষা সংক্রান্ত একটি অনুষ্ঠানে উচ্চশিক্ষায় বাংলা-সহ আঞ্চলিক ভাষার পক্ষে সওয়াল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। একইসঙ্গে বিজেপিকে নিশানা করে তিনি বলেন, কেন্দ্রের শাসক দল রাজ্যের আঞ্চলিক ও মাতৃভাষা ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে।
আরও পড়ুন-পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশে ডেরেক
ব্রাত্য বসু বলেন, আমি মনে করি ইংরেজি থাকা উচিত, হিন্দিও থাকতে পারে। একইসঙ্গে বাংলা, অসমীয়া, তামিল বা তেলুগুর মতো আঞ্চলিক ভাষাকেও রাখতে হবে। আঞ্চলিক ভাষার গুরুত্ব নষ্ট করা উচিত নয়। বিজেপির হিন্দি-হিন্দু-হিন্দুস্তান অ্যাজেন্ডার নিন্দা করে শিক্ষামন্ত্রী বলেন, বিজেপি চাপিয়ে দেওয়ারও রাজনীতি করছে। কেউ হিন্দু হতে পারে। কিন্তু তার পরিচয় মাতৃভাষার উপর নির্ভরশীল। সেই মাতৃভাষাগুলিকেই ধ্বংস করার চেষ্টা চলছে। প্রত্যেক রাজ্যের নিজস্ব আঞ্চলিক ভাষা রয়েছে। তা রক্ষা করতে কেন্দ্রীয়স্তরে গুরুত্ব প্রদান জরুরি। এদিন বাংলা থিয়েটার, বাংলা সিনেমা ও বাংলা সাহিত্যর উপরেও জোর দেন শিক্ষামন্ত্রী। বাংলাকে ধ্রুপদ ভাষা ঘোষণা করার দাবি তোলেন তিনি।