বিএসএনএল-এর ২৯ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি!

ভয়ঙ্কর কাণ্ড! রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা।

Must read

প্রতিবেদন : ভয়ঙ্কর কাণ্ড! রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর ভারত সঞ্চার নিগম লিমিটেডের গ্রাহকদের ব্যক্তিগত তথ্য চুরি করেছে হ্যাকাররা। রিপোর্টে উঠে এসেছে, সরকারি এই টেলিকম সংস্থার উপভোক্তার হাজার হাজার ইন্টারনেট এবং ল্যান্ডলাইন সংযোগ থেকে চুরি করা ডেটা ডার্ক ওয়েবে বিক্রি করছেন হ্যাকাররা! এই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ্যে আসার পর শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠছে বিএসএনএলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।

আরও পড়ুন-পর্তুগিজ চার্চে প্রার্থনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, পাশে ডেরেক

সূত্রের খবর, ডার্ক ওয়েবে ‍‘পেরেল’ নামে পরিচিত এক হ্যাকার দাবি করেছেন যে, তিনি টেলিকম কোম্পানি বিএসএনএল থেকে ফাইবার এবং ল্যান্ডলাইন সংযোগ পরিষেবা ব্যবহারকারীদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। নিজের কথা প্রমাণ করার জন্য চুরি করা ডেটার একটি অংশও প্রকাশ করা হয়েছে। ডেটাসেটে ইমেল ঠিকানা, বিলিং তথ্য, যোগাযোগ নম্বর এবং ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল বিবরণ রয়েছে।

আরও পড়ুন-ডারবানে খেলবে মহামেডান, আজ সামনে নেরোকা

হ্যাকারের দ্বারা শেয়ার করা ডেটাতে প্রায় ৩২,০০০ লাইনের তথ্য থাকলেও দাবি করা হয়েছে যে ডেটাবেস থেকে প্রায় ২৯ লক্ষ গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরি করা হয়েছে। যদিও বিএসএনএল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে গ্রাহকদের কিছু জানানো হয়নি। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এবং ইন্ডিয়া ফিউচার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কনিষ্ক গৌর গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম এই বিষয়ে অনুসন্ধান করছে বলে খবর। বেকায়দায় পড়ে তড়িঘড়ি সমস্যা সামাল দিতে নেমেছে কর্তৃপক্ষ। যদিও উপভোক্তাদের সুরক্ষা নিয়ে বড় প্রশ্ন উঠেই গেল।

Latest article