প্রতিবেদন : বাংলাদেশ ইস্যুতে ফের নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলায় এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি (Abhishek Banerjee) বলেন, আমি আগেই আমার অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আবারও বলছি আপনাকে দেশের সংবিধান মেনে চলতে হবে। এই ইস্যুতে রাজ্যের কোনও ভূমিকা নেই। পুরোটাই কেন্দ্রের উপর নির্ভর করে। এক্ষেত্রে কেন্দ্রের উচিৎ বাংলাদেশ যে ভাষা বোঝে সেই ভাষাতেই ওদের বোঝানো উচিত। তার সংযোজন, বাংলাদেশে যা ঘটছে তা কোনভাবেই রাজনৈতিক ইস্যু হতে পারে না। যদিও বিজেপির কাছে সবই রাজনীতি। তা আরজি কর হোক কিংবা বাংলাদেশ। এরপরেই বিজেপিকে খোঁজা দিয়ে অভিষেক বলেন, কেন্দ্রে আপনাদের সরকার রয়েছে, কেন আপনারা দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানাচ্ছেন না। দলের সর্বভারতীয় সম্পাদকের স্পষ্ট কথা, তৃণমূল কংগ্রেস কেন্দ্রের সিদ্ধান্তকেই সমর্থন করবে। না হলে পররাষ্ট্রমন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে বলুক তাহলে রাজ্য সরকার বিষয়টি দেখে নেবে, তখন রাজ্য সরকার ভাববে। অনুপ্রবেশ নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা বি এস এফের দায়িত্ব বাংলার পুলিশের নয়। আর স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব রয়েছেন অমিত শাহ।
আরও পড়ুন- বাড়ছে ডিমের দাম, মিড-ডে মিল নিয়ে চিন্তায় স্কুলগুলি