বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে বিজেপি

প্রতারক বিজেপি শুনতে পাচ্ছে বিদায় ঘণ্টা। তাই ভয় পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। একপ্রকার গা ঢাকা দিয়েছেন।

Must read

সংবাদদাতা, কোচবিহার : প্রতারক বিজেপি শুনতে পাচ্ছে বিদায় ঘণ্টা। তাই ভয় পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। একপ্রকার গা ঢাকা দিয়েছেন। প্রকাশ্যে তাঁর দেখা মিলছে না। কোচবিহারের ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মিলনীতে এভাবেই কেন্দ্রীয় মন্ত্রীকে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি বলেন, বিজেপি ভয় পাচ্ছে তাই কোচবিহারে লোকসভা ভোটে দাঁড়াতে চাইছেন না। অসমে গিয়ে প্রার্থী হবেন বলছেন৷ এই অনুষ্ঠানে ছিলেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, জেলার ২ ব্লক সভাপতি সজল সরকার প্রমুখ।

আরও পড়ুন-দীপান্বিতা কালীপুজো উপলক্ষে শহরে থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ঘরে ঘরে চাকরি, অ্যাকাউন্টে টাকা, গ্যাস ও পেট্রোলের দাম কমবে এসব বলে কেন্দ্রের বিজেপি সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে৷ তবে দেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে৷ দেশের মানুষের ওপর করের বোঝা চাপিয়ে শোষণ করা হয়েছে। একশো দিনের কাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে৷ এই সভায় এসে তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, বিজেপি শাসিত রাজ্য একশো দিনের টাকা পাচ্ছে অথচ বাংলা টাকা পাচ্ছে না। আবাস যোজনার ঘর দেওয়া বন্ধ। কেন্দ্রের এই বঞ্চনায় বাংলার মানুষ ভাল নেই।

Latest article