দীপান্বিতা কালীপুজো উপলক্ষে শহরে থাকছে অতিরিক্ত পুলিশ বাহিনী

শুধু তাই নয়, শহরের বড় আবাসনের কমিটির সঙ্গে স্থানীয় থানার বৈঠক করা হয়েছে। কলকতা পুলিশের তরফে সতর্ক থাকার বিষয়ে বলা হয়েছে ।

Must read

হাতে মাত্র কয়েকটা দিন। এরপরেই দীপান্বিতা কালীপুজো (Dipanwita Kalipuja)। শহর ইতিমধ্যে রঙিন আলোয় সেজে উঠেছে। তার সঙ্গে বাড়ছে নিরাপত্তা। লালবাজার (Lalbazar) সূত্রে খবর, কালীপুজো উপলক্ষে কলকাতায় থাকছে অতিরিক্ত প্রায় ৫ হাজার পুলিশ। ১৩ নভেম্বর প্রতিমা নিরঞ্জন। ওইদিন প্রতিমা নিরঞ্জন উপলক্ষে প্রায় ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। কালীপুজো উপলক্ষে ২১ জন ডিসি পদমর্যাদার অফিসার ও ৩৫ জন এসি পদমর্যাদার অফিসার থাকবেন। শহরের ঐতিহ্যবাহী কালীমন্দিরগুলিতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়ন করা হবে। শুধু তাই নয়, শহরের বড় আবাসনের কমিটির সঙ্গে স্থানীয় থানার বৈঠক করা হয়েছে। কলকতা পুলিশের তরফে সতর্ক থাকার বিষয়ে বলা হয়েছে । বিশেষ করে শব্দবাজি এবং আতসবাজি নিয়ে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন-কৃষকদের পাশে সরকার, সার নিয়ে কালোবাজারি রুখতে নেওয়া হল একাধিক ব্যবস্থা

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে শহরের বেশ কিছু প্রবেশ ও বেরোনোর পয়েন্টে নাকা তল্লাশি চলছে। বাইরে থেকে বেআইনিভাবে শব্দবাজি ঢুকছে কি না তার উপরেও নজরদারি চলছে। শহরে যে বাজিবাজার আছে সেখানে কী ধরনের বাজি বিক্রি হচ্ছে এর ওপরের কলকাতা পুলিশের টিম নজরদারি চালাচ্ছে।

আরও পড়ুন-নির্দিষ্ট দিনেই হবে কালীপুজোর প্রতিমা বিসর্জন, না হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ

উল্লেখ্য, কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে।

Latest article