চাপে পড়ে সাম্প্রদায়িক রাজনীতিকে হাতিয়ার করছে বিজেপি, সরব গণমঞ্চ

চলতি লোকসভা নির্বাচনে বিজেপি যত বুঝতে পারছে তাদের হার নিশ্চিত ততই তারা ঘৃণ্য সাম্প্রদায়িক রাজনীতির পথ বেছে নিচ্ছে।

Must read

প্রতিবেদন : চলতি লোকসভা নির্বাচনে বিজেপি (BJP) যত বুঝতে পারছে তাদের হার নিশ্চিত ততই তারা ঘৃণ্য সাম্প্রদায়িক রাজনীতির পথ বেছে নিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গোটা ঘটনার নিন্দা করেছে দেশ বাঁচাও গণমঞ্চ। বৃহস্পতিবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে দেশের মধ্যে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি করার মোদির যে চেষ্টা তার তীব্র নিন্দা করেছে এই সংগঠন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সাম্প্রদায়িক উসকানিমূলক বিজ্ঞাপন দিয়েছিল বিজেপি।

আরও পড়ুন-ভাইরাল সন্দেশখালির অডিও ক্লিপ, মুখোশ খুলল বিজেপির

সে-বিষয়ে ইতিমধ্যেই কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে গণমঞ্চ। তারা বলছে, সিবিআই, ইডির মতো বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে বিজেপি যেভাবে নিজেদের স্বার্থে ব্যবহার করছে তাদের প্রশাসনিক নিরপেক্ষতা নষ্ট হচ্ছে। কেন্দ্রীয় এজেন্সিগুলি বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে। তাই কেন্দ্রে আগামী যে অবিজেপি সরকার আসবে তাদের কাছে দেশ বাঁচাও গণমঞ্চ আবেদন করেছে, এই কেন্দ্রীয় এজেন্সিগুলি বিভিন্নভাবে ভয় দেখিয়ে যেভাবে অবৈধ অর্থ বিজেপির হাতে তুলে দিয়ে তাদের সহায়তা করছে তার বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত। এমনকী নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও তারা প্রশ্ন তুলেছে। সংগঠনের অভিযোগ, বিজেপির সুবিধা হয় এমনভাবেই কাজ করছে নির্বাচন কমিশন।

Latest article