সংবাদদাতা, জঙ্গিপুর : একের পর এক নির্বাচনে পরাজয়ের জেরে প্রতিহিংসার রাজনীতিতে মেতে উঠেছে বিজেপি। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বিডিও কৃষ্ণচন্দ্র মুন্ডা এবং তাঁর পরিবারকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে গ্রেফতার হলেন মুর্শিদাবাদ জেলার ধূলিয়ান টাউন যুব মোর্চার সহ-সভাপতি মিলন সিংহ। বুধবার গভীর রাতে সামশেরগঞ্জ থানার পুলিশ তাঁকে আকুরা এলাকা থেকে গ্রেফতার করে। তবে বিজেপির দাবি, মিলন থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। গত পুর নির্বাচনে ধূলিয়ান পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী মিলন সিংহ গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করেন, ‘বিডিও সাহেব আপনি চাকরি বাঁচাতে চাইলে এসব করবেন না। আপনাকে কে সাহায্য করবে। আপনার উপরে বড় মাথা আছে, ওরা মিশে গেছে। আপনি দয়া করে সরে দাঁড়ান, না হলে পরিবার হারাবেন।’
আরও পড়ুন-পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু, প্রচারে উন্নয়নের খতিয়ান
এই পোস্টটি কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এরপরই তৃণমূল কংগ্রেস-সহ কয়েকটি রাজনৈতিক দলের তরফে দাবি ওঠে, বিডিওকে হুমকি দেওয়ার জন্য গ্রেফতার করতে হবে মিলনকে। পুলিশ বুধবার একটি সুয়োমুটো মামলা করে গভীর রাতে গ্রেফতার করেছে মিলনকে। বৃহস্পতিবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। বিজেপির মুর্শিদাবাদ (উত্তর) সাংগঠনিক জেলা সভাপতি ধনঞ্জয় ঘোষের অভিযোগ, ‘আমাদের একজন নেতা কোনও একটি লেখা শেয়ার করার জন্য পুলিশ তাঁকে গ্রেফতার করছে। এর থেকে বেশি অন্যায় কিছু হতে পারে না।’ সামশেরগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শহিদুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একদিকে যেমন হুমকি দিচ্ছেন, সেরকমই তাঁর দলের কার্যকর্তারাও বিডিও থেকে শুরু করে পুলিশ, তৃণমূল নেতা সবাইকে হুমকি দিচ্ছেন। পুলিশ ঠিক কাজই করেছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।’ বিডিও কৃষ্ণচন্দ্রকে ফোন করা হলেও ধরেননি।
“আমরা স্বচ্ছতা চাই- আমরা এর আগে ৭৫ বার বলেছি। আমরা ‘SIR’-এর বিরুদ্ধে নই। আমরা SIR…
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…